SIR in Bengal: ডাক এসেছিল শুনানিতে, ভোররাতে বাড়ির ছাদ থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর ঝুলন্ত দেহ

SIR: এ ঘটনায় ইতিমধ্যেই মৃতের ছেলে দীপক শী রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, শুনানিতে হাজিরা দেওয়ার নোটিস পাওয়ার পর থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর বাবা। এই প্রশাসনিক জটিলতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়ই তাঁকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে।

SIR in Bengal: ডাক এসেছিল শুনানিতে, ভোররাতে বাড়ির ছাদ থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর ঝুলন্ত দেহ
শোকের ছায়া এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 30, 2025 | 2:02 PM

রামনগর: ডাক এসেছিল শুনানিতে। তার আগেই বাড়ির ছাদ থেকে উদ্ধার হল কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মীর ঝুলন্ত দেহ। থানায় অভিযোগ দায়ের পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর রাজনৈতিক মহলে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী বিমল শী-র। তাতেই উদ্বেগ বেড়েছিল পরিবারে। এরইমধ্যে ডাক আসে শুনানিতে হাজির হওয়ার জন্য। বিমলবাবুর বাড়ি রামনগর ১ ব্লকের হলদিয়া ১ অঞ্চলের সাদি গ্রামে। এদিন সেই বাড়ির ছাদ থেকেই উদ্ধার ৭৫ বছরের বৃদ্ধের ঝুলন্ত দেহ। 

পরিবারের দাবি, এসআইআর আতঙ্কেই ঘটনা ঘটিয়েছেন তিনি। সোমবার রাতে নিয়ম মেনেই খাওয়াদাওয়া করে ঘুমোতে গিয়েছিলেন তিনি। কিন্তু ভোর রাতে সাড়ে তিনটা নাগাদ পরিজনরা দেখেন তিনি ঘরে নেই। শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে বাড়ির ছাদের ওপর থেকে বিমলবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরাই দ্রুত তাঁকে উদ্ধার করে বালিসাই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। 

এ ঘটনায় ইতিমধ্যেই মৃতের ছেলে দীপক শী রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, শুনানিতে হাজিরা দেওয়ার নোটিস পাওয়ার পর থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর বাবা। এই প্রশাসনিক জটিলতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়ই তাঁকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শোকের ছায়া গোটা এলাকাতেই। 

এক জন প্রবীণ নাগরিকের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। ভোটার তালিকা সংশোধন এবং নাগরিকত্বের নথিপত্র সংক্রান্ত ভীতি সাধারণ মানুষের মনে কতটা প্রভাব ফেলছে, এই ঘটনা তাকেই ফের সামনে এনে দাঁড় করাল।পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। চাপানউতোর তৈরি হয়ে রাজনৈতিক মহলেও। রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলছেন, সব কাগজ থাকা সত্ত্বেও মানুষকে লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে আমি ভারতের নাগরিক। এসআইআরের নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।