Nandigram: ‘যা করছেন… ফল ভোগ করতে হবে’, নন্দীগ্রাম থানায় গিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari: গত বৃহস্পতিবার অর্থাৎ ২৫ ডিসেম্বরের দিন তৃণমূলের তরফ থেকে একটি ট্যাবলো বের করা হয় নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে। একটি টোটোতে ফ্লেক্স লাগিয়ে তৃণমূলের 'উন্নয়নের পাঁচালি' প্রচার করা হচ্ছিল। তাতেই বিজেপি কর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। এরপর নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলকর্মীরা।

Nandigram: যা করছেন... ফল ভোগ করতে হবে, নন্দীগ্রাম থানায় গিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 27, 2025 | 3:04 PM

নন্দীগ্রাম: সাত সকালে থানায় হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় গিয়ে শুভেন্দু বলে এসেছেন, ‘আপনারা যা করছেন, তার ফল ভুগতে হবে।’ এক বিজেপি কর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে এদিন থানায় হাজির হন শুভেন্দু। পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা যায় তাঁকে।

তৃণমূলের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া ও ট্যাবলোতে ভাঙচুর চালানোর অভিযোগে ও বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় শুক্রবার। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার অর্থাৎ ২৫ ডিসেম্বরের দিন তৃণমূলের তরফ থেকে একটি ট্যাবলো বের করা হয় নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে। একটি টোটোতে ফ্লেক্স লাগিয়ে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার করা হচ্ছিল। তাতেই বিজেপি কর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। এরপর নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলকর্মীরা।

অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘণ্টা পরই ভেকুটিয়ার মণ্ডল সভাপতির ভাইকে ভাঙচুর করার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপরই থানায় হাজির হন শুভেন্দু। তাঁর দাবি মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি কর্মীকে। শুভেন্দুর দাবি, টোটোটি জলে পড়ে যাওয়ায় ফ্লেক্স ছিঁড়ে যায়, তার দায় তৃণমূলকর্মীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। শুভেন্দুর প্রশ্ন, ‘সাদা পোশাকে কেন পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে এল?’

তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় বলেন, “বিজেপি কর্মীরা ভাঙচুর চালাবে, আর বিজেপির কর্মী বলে পুলিশ কিছু করতে পারবে না? অন্যদিকে তৃণমূলকর্মীকে যখন গ্রেফতার করা হয়েছে ভবানীপুর থানায়, তখন কোনও তৃণমূল নেতা থানায় গিয়ে বিক্ষোভ দেখাননি। বাঙালিরা যখন আক্রান্ত হচ্ছে তাতে বিজেপি কিছু বলছে না!”