Suvendu Adhikari: কেমন হতে হবে বিরোধীর ভূমিকা? দলীয় নেতাদের শেখাবেন শুভেন্দু

বিজেপি এখন রাজ্যের প্রধান বিরোধী দল। সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে অধিকাংশ জায়গায় বিরোধী আসনে বসেছেন বিজেপি প্রার্থীরা। কিন্তু তাঁদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁরা এই ভূমিকা কখনও পালন করেননি। সে জন্যই দলের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করে দিতে চান মেদিনীপুরের পোড়খাওয়া রাজনীতিক শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: কেমন হতে হবে বিরোধীর ভূমিকা? দলীয় নেতাদের শেখাবেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 5:50 AM

মহিষাদল: বিরোধীর ভূমিকা কী ভাবে পালন করতে হয়, তা দলের স্থানীয় নেতাদের শেখাবেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে বিজেপির দুই সাংগঠনিক জেলায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অনেক আসনেই বিরোধীর ভূমিকা পালন করছে বিজেপি। সেই সব ক্ষেত্রে কী ভাবে কাজ করতে হবে, তা নিয়েই প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছেন শুভেন্দু। রবিবার মহিষাদল প্রজ্ঞানন্দ স্মৃতি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। সেখানেই এ কথা জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। সেই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দিন্ডা, তমলুক সাংগঠনিক জেলা সভাপতি বিধায়িক তাপসী মন্ডল সহ অন্যান্যরা। মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য ওই সভা থেকে প্রধানমন্ত্রী সম্বর্ধনাও দেওয়া হয়েছে।

বিজেপি এখন রাজ্যের প্রধান বিরোধী দল। সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে অধিকাংশ জায়গায় বিরোধী আসনে বসেছেন বিজেপি প্রার্থীরা। কিন্তু তাঁদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁরা এই ভূমিকা কখনও পালন করেননি। সে জন্যই দলের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করে দিতে চান মেদিনীপুরের পোড়খাওয়া রাজনীতিক শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে শুভেন্দু বলেছেন, “এ রাজ্যে বিরোধী দলনেতার কি ভূমিকা তা কেউ জানতো না।” তিনি সেই দায়িত্ব নেওয়ার পর বিরোধীর ভূমিকা দেখিয়ে দিয়েছেন বলেও দাবি করেছেন। অন্য দিকে লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের দুই আসনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী দেখিয়েছে শুভেন্দুকে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “এই জেলার দুটো আসন আমার হাতের তালুর মতো চেনা। কী ভাবে জিততে হয়, তা আমার জানা আছে।” সেই সঙ্গে আগামী ১৫ ডিসেম্বর হলদিয়ার হ্যালিপ্যাড মাঠে লক্ষাধিক লোকের সমাবেশেরও ডাক দিয়েছেন শুভেন্দু।

এ সবের পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকার এবং তার প্রধানকেও তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু। শিল্প নিয়ে কটাক্ষের পাশাপাশি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান অবস্থা নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অন্নপূর্ণা যোজনা শুরুর আশ্বাসও দিয়েছেন তিনি।