Suvendu Adhikari: কারা দফতরের জমি বিক্রিতে বড়সড় দুর্নীতির অভিযোগ শুভেন্দুর, চিঠি রাজ্যপালকে

Kanishka Maity

Kanishka Maity | Edited By: Soumya Saha

Updated on: Mar 15, 2023 | 11:21 PM

Suvendu Adhikari: শুভেন্দু অভিযোগ, কারা দফতরের ৫.৬ একর জমি কম দামে দিয়ে দেওয়া হয়েছে। আলিপুর সংশোধনাগারের ওই জমি আলিপুর গ্রিন সিটি ডেভেলপমেন্ট প্রোজেক্টের জন্য খুব সস্তায় দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের ৮৭৬ কোটি টাকার রাজস্বের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার।

Suvendu Adhikari: কারা দফতরের জমি বিক্রিতে বড়সড় দুর্নীতির অভিযোগ শুভেন্দুর, চিঠি রাজ্যপালকে
শুভেন্দু অধিকারী - সিভি আনন্দ বোস

কলকাতা ও পূর্ব মেদিনীপুর: রাজ্য সরকারের বিরুদ্ধে আবারও সরব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের কারা দফতরের ( Correctional Administration Dept) অধীনে থাকা জমি নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। শুভেন্দু অভিযোগ, কারা দফতরের ৫.৬ একর জমি কম দামে দিয়ে দেওয়া হয়েছে। আলিপুর সংশোধনাগারের ওই জমি আলিপুর গ্রিন সিটি ডেভেলপমেন্ট প্রোজেক্টের জন্য খুব সস্তায় দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের ৮৭৬ কোটি টাকার রাজস্বের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আট পাতার একটি চিঠিও লিখে ফেলেছেন। সেই চিঠি নিজের টুইটার হ্যান্ডেলেও শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল যাতে বিষয়টি অনুসন্ধান করে দেখেন, সেই অনুরোধ জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা।

টুইটারে শুভেন্দু অধিকারী লিখেছেন,  আলিপুরে ৫.৬ একর জমি যেখানে ১০ লাখ স্কোয়ার ফুট বিক্রয়যোগ্য জায়গা রয়েছে, তা এক সংস্থাকে ৪১৪ কোটি টাকায় দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে মোট বিক্রয়যোগ্য জমির দাম ২ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। শুভেন্দুর দাবি, আলট্রা প্রিমিয়াম ওই অ্যাপার্টমেন্টগুলির দাম আনুমানিক সাড়ে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফুট হতে পারে। সেক্ষেত্রে ওই আলিপুরের ওই জমি জলের দরে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর।

শুভেন্দু অধিকারীর এই অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে। তিনি বলছেন, ‘সংবাদমাধ্যম থেকে জানলাম শুভেন্দু অধিকারী রাজ্যপালকে জানিয়েছেন। যে বিষয়ে তিনি আজ রাজ্যপালকে চিঠি দিয়েছেন, সেই জমির ব্যাপারে রাজ্য সরকারের তিন-চারটি দফতর জড়িয়ে রয়েছে। আমার দফতরের বিষয়টি আমি বলতে পারি, কিন্তু বাকি দফতরগুলির কথা তো আমি বলতে পারি না। আমি সব দফতরগুলির সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে বলতে পারব।’

এদিকে শুভেন্দুর টুইট প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আবার প্রশ্ন তুলে দিয়েছেন, ‘রাজ্যপাল এতে কি করবেন? বাস্তবোচিত পদক্ষেপ নিতে হচ্ছে সরকারকে। একটা বৃহত্তর প্রকল্প নিয়ে সরকার এগোচ্ছে।’

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla