AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purbo Medinipur: বেছে বেছে ওঁদেরকেই নাকি নোটিস ধরানো হচ্ছে, এবার ক্ষোভ শুভেন্দু গড়ে

Purbo Medinipur: দক্ষিণ কাঁথির গিমাগেরিয়ার সংখ্যালঘু পাড়ায় ১৪৬ নম্বর বুথ মোট ভোটার ৯০৩ জন। আর এসআইআর পর্ব শুরু হতেই ২০০২ সালের সালের সঙ্গে যোগ রাখা তথ্য সমূহ জমা করেছেন এই এলাকার বাসিন্দারা। কিন্তু কোনও অদৃশ্য কারণে সংখ্যালঘু বুথ বলেই তাদের বারে বারে এসআইআর-এর নামে ডেকে হেনস্থার করছে কমিশন।

Purbo Medinipur:  বেছে বেছে ওঁদেরকেই নাকি নোটিস ধরানো হচ্ছে, এবার ক্ষোভ শুভেন্দু গড়ে
এসআইআর-এর শুনানি ঘিরে ক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 18, 2026 | 5:34 PM
Share

 পূর্ব মেদিনীপুর: SIR এর শুনানি নিয়ে শুভেন্দুর খাসতালুকে ক্ষোভ! ৯০০ কিছু বেশি ভোটার বুথে আর ডাক পড়ল প্রায় সাড়ে তিনশো জনকে। তীব্র ক্ষোভ দক্ষিণ কাঁথির  একটি সংখ্যালঘু এই বুথে। তাঁদের অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘুদেরই শুনানির জন্য ডাকা হচ্ছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, অভিযোগ ভিত্তিহীন।  বিরোধী দলনেতা শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরেএবার এসআইআর-এর নোটিস নিয়ে অসন্তোষ ছড়াল কাঁথিতে।

দক্ষিণ কাঁথির গিমাগেরিয়ার সংখ্যালঘু পাড়ায় ১৪৬ নম্বর বুথ মোট ভোটার ৯০৩ জন। আর এসআইআর পর্ব শুরু হতেই ২০০২ সালের সালের সঙ্গে যোগ রাখা তথ্য সমূহ জমা করেছেন এই এলাকার বাসিন্দারা। কিন্তু কোনও অদৃশ্য কারণে সংখ্যালঘু বুথ বলেই তাদের বারে বারে এসআইআর-এর নামে ডেকে হেনস্থার করছে কমিশন।

সব তথ্য সমূহ দেওয়ার পর ও কেন এক সঙ্গে এত মানুষকে ফের নোটিস! চোখে জল নিয়ে এমনি প্রশ্ন তুলেছেন এই মাটিতেই ৫০ সালে জন্মগ্রহণ করা এক প্রবীণ ভোটারও। এক গ্রামবাসীর আরও অভিযোগ,  “কমিশন কোনও কাগজ বা নথি দিচ্ছে না। খালি বি এল ও বলছে, আর তাতেই জানতে পারলাম।”

কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক শোহেব মহম্মদ বলেন, “সমগ্র বিষয়টি নিয়ে কমিশন ধোঁয়াশা তৈরি করছে। মানুষকে হেনস্থা করা হচ্ছে। এই কথা তো আমরা প্রথম থেকেই বলছি।” কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি-র সহ সভাপতি অসীম মিশ্র বলেন, “কমিশন সঠিক নিয়ম মেনে কাজ করছে আর তৃণমূল জল্পনা-কল্পনা করে আতঙ্ক তৈরি করতে ব্যস্ত। মানুষকে ভুল বোঝাচ্ছে। যোগ্য ভোটার থাকবে আর অযোগ্য ভোটার বাদ যাবে, এটাই এসআইআর করার কারণ।”