Kanthi: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই সনাতনী হিন্দু সম্মেলন হল কাঁথিতে

jagannath dham: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেখানেই। ঠিক সেই সময় এই একই জেলার কাঁথিতে মহাসনাতনী ধর্ম সম্মেলন আয়োজিত হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কার্তিক মহারাজ, পুরীর ধামের প্রধান ভবানী প্রসাদ দ্বৈতাপতি।

Kanthi: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই সনাতনী হিন্দু সম্মেলন হল কাঁথিতে
হিন্দু সম্মেলন কাঁথিতেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 30, 2025 | 6:40 PM

কাঁথি: ভক্তিতেও যেন ‘আমরা-ওরা’। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন পূর্ব মেদিনীপুরের দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেখানেই। ঠিক সেই সময় এই একই জেলার কাঁথিতে মহাসনাতনী ধর্ম সম্মেলন আয়োজিত হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কার্তিক মহারাজ, পুরীর ধামের প্রধান ভবানী প্রসাদ দ্বৈতাপতি

পুরীর ধামের প্রধান বলেন, “আজ পবিত্র দিন। এই দিন পুরী ধামে জগন্নাথদেবের রথযাত্রার প্রতিষ্ঠা দিবস। আজ সবাই একত্রিত হয়েছি বিজয় ধ্বজা ওড়ানোর জন্য।” পাশাপাশি বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, কাঁথিতে ‘সনাতনী হিন্দু সম্মেলন’ নিয়ে কম বিতর্ক হয়নি। জলগড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই কয়েক কিলোমিটার দূরে কাঁথিতে ‘সনাতনী হিন্দু সম্মেলন’ করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল একটি হিন্দুত্ববাদী সংগঠন। পুলিশ অনুমতি না দেওয়ার তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। তবে যে সময় এই মামলা চলছিল সেই সময় কাঁথিতে মহাসনাতনী ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়।