সংখ্যালঘু বিজেপি নেতা! গ্রামেই হামলার শিকার
Attacked On BJP: অবৈধ গৃহ নির্মাণের জন্যে শাজাহান আলিদের ৫০০০ টাকা জরিমানা করা হয়। কিন্তু তারপরেই তিনি আক্রান্ত হন। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি এমনই অভিযোগ করেন। মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন শাহজাহানের ছেলে ফায়েজের দাদা হাফেজ |

পূর্ব মেদিনীপুর: ময়নায় সংখ্যালঘু বুথ সভাপতিকে মারধর! বিজেপি করার অপরাধে জায়গা দখল করে অবৈধভাবে গৃহ নির্মাণ। প্রতিবাদ করতে গেলে মারধরের অভিযোগ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতির ছেলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার অভিযুক্তের। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের তিল খোজা গ্রামের বাসিন্দা মোস্তফা হোসেনকে গত শুক্রবার সকালে মসজিদে যাওয়ার সময় ময়না পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি শেখ শাহজাহান আলির ছেলে ফায়েজ আলি মারধোর করে বলে অভিযোগ।
অভিযোগ, ফায়েজের ঘাড়ে পিঠে পায়ে বাটাম দিয়ে মারা হয়েছে। মোস্তফা হোসেন ৩৯ বুথের বিজেপির বুথ সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিজেপি নেতা বলে পরিচিত। বিজেপি করার অপরাধে তাঁকে মসজিদে ঢুকতে দেওয়া বাধা-সহ সমস্ত রকম ভাবে সামাজিকভাবে বয়কট করা হয় তাকে বলেও অভিযোগ। তাঁকে মারধর করার ফলে তিনি মসজিদের কাছে অজ্ঞান হয়ে যান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ময়না হাসপাতালে নিয়ে যায়।
এই নিয়ে ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বিজেপি করেন বলে তার জায়গায় জোর করে ঘর করা হয় । সেই নিয়ে তিনি জেলা আদালত ও হাইকোর্টে মামলা করেন হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি রয়েছে। আদালত গত ১১ ডিসেম্বর পুলিশকে মোস্তফার নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার নির্দেশ দেয়।
পাশাপাশি অবৈধ গৃহ নির্মাণের জন্যে শাজাহান আলিদের ৫০০০ টাকা জরিমানা করা হয়। কিন্তু তারপরেই তিনি আক্রান্ত হন। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি এমনই অভিযোগ করেন। মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন শাহজাহানের ছেলে ফায়েজের দাদা হাফেজ | তিনি বলেন, “মোস্তফা ফায়েজকে আক্রমণ করে মারধর করে জামা ছিঁড়ে দেয় । উনি নিজেই একজন অপরাধী।” ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক তরজা।
ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন, “এটা জমি সংক্রান্ত বিষয়। হাইকোর্টের নির্দেশ পাঁচ হাজার টাকা জরিমানাও দিতে হয়েছিল। দাদাগিরি দেখানোই ওদের কাজ। খুব বাজেভাবে কাল আঘাত করা হয়েছে।”
অন্যদিকে, অভিযুক্তের দাদা হাফেজ আলি বলেন, “আমার ভাই বাজার করতে যাচ্ছিল। রাস্তায় মোস্তাফা আমাদের বাবা-মা তুলে গালি দেয়। লাঠি নিয়ে ওরাই হামলা করে। জামা ছিড়ে দিয়েছে। গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ভাই, তাতে ধাক্কায় মোস্তাফা হোসেন পড়ে যায়। এখন বানিয়ে মিথ্যা কথা বলছে।”
