Cow Smuggling case: দ্রুত গতিতে ছুটছিল ট্রাক, গ্রামবাসীরা ডাল খুলতেই চমকে গেল
Cow smuggling case: পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার শোনপুর গ্রামে ওড়িশা থেকে ১৬টি গরু বোঝাই ট্রাককে আটক করেন এলাকাবাসী। পরে পুলিশের হাতে তুলে দেন তাঁরা
রামনগর: গরুপাচার নিয়ে উত্তাল রাজ্য। ইতিমধ্যে গরুপাচার কেলেঙ্কারিতে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। দিল্লিতে ইডি জেরাও করছেন তাঁকে। এই পরিস্থিতি এবার গরু বোঝাই ট্রাক আটকে দিল গ্রামবাসীরা। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার শোনপুর গ্রামে ওড়িশা থেকে ১৬টি গরু বোঝাই ট্রাককে আটক করেন এলাকাবাসী। পরে পুলিশের হাতে তুলে দেন তাঁরা।
স্থানীয় সূত্রে খবর, শনিবার একটি ট্রাকে করে গরুগুলি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় নজর পড়ে এলাকাবাসীর। তাঁরাই আটকায়। গ্রামবাসীদের দাবি, গরুগুলিকে পাচার করা হচ্ছিল। এরপর গ্রামবাসীরা বৈধ কাগজপত্র দেখতে চাইলে তাঁরা চালক কিছু দেখাতে পারেনি। এরপরই চালককে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
জানা গিয়েছে, প্রতিটি গরুর কানে আধার কার্ড লাগানো ছিল। তা সত্ত্বেও কীভাবে পাচার হচ্ছিল তাই নিয়ে উঠছে প্রশ্ন। এ দিকে, উত্তেজনার খবর পৌঁছয় রামনগর থানায়। ঘটনাস্থলে রয়েছেন রামনগর থানার বিশাল পুলিশ ও এলাকায় উত্তেজনা রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “গাড়ি ডানা লাগিয়ে পালিয়ে যাচ্ছিল। আমাদের দেখেই সন্দেহ হয়েছে। আমরা বললাম যেতে দেব না। গরুগুলো সুস্থ হোক তারপর ছাড়ব। ওদের কাছে কোনও বৈধ কাগজ ছিল না। আমরাই আটকাই।” অবন্তি কুমার সাউ বলেন, “আজকেই দেখতে পেলাম। প্রায় ১৫-২০টা গরু ছিল। কোনও কাগজপত্র ছিল না ওদের কাছে।”