নন্দীগ্রাম: ‘এবারে নতুন ভোট দেখবেন আপনারা।’ ভোট আবহে (West Bengal Assembly Election 2021) নন্দীগ্রাম দিবসে (Nandigram Dibas) নন্দীগ্রামেরই মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তিনি বললেন, “আমিও ভোট দিতে যাব, আর আপনারাও নিজেদের ভোট নিজেরাই দেবেন।”
সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু বললেন, “নন্দীগ্রামে কোনও অশান্তি রেয়াত করা হবে না। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে এখানে।” এরপরই শুভেন্দু বলেন. ‘এবার আপনারা নতুন ভোট দেখবেন।’
নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারীর শুরুটা কিছুটা অন্যরকমভাবে হয়। সোনাচূড়ায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে ঘিরে স্লোগান ওঠে ‘শুভেন্দুকে নন্দীগ্রামে ঢুকতে দেব না।’ অভিযোগের আঙুল ওঠে স্থানীয় তৃণমূল কর্মী ও গ্রামবাসীদের একাংশের দিকে। বেশ কিছুক্ষণের জন্য তৈরি হয় উত্তেজনার পরিস্থিতি। পুলিশের হস্তক্ষেপে তা মিটেও যায়।
পরে শুভেন্দুর গলায় আগুন ধরে গোকুলনগরের সভায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, “যে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় গোকুলনগরে গুলি করেছিলেন, তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নিয়েছেন। অরুণ গুপ্তা, তন্ময় রায়চৌধুরী যে পুলিশ অফিসাররা সেদিন গুলি চালিয়েছিলেন, তাঁদের প্রমোশন দিয়েছেন।” শুভেন্দু আরও বলেন, “আমি শুধু এটুকুই বলি, শুভেন্দু আছে, থাকবে। শুধু গেটের সামনে চারটে লোক দাঁড় করিয়ে নোংরা কথা বলে শুভেন্দুকে রোখা যায় না।”
শুভেন্দুর কটাক্ষ, “গত বছর যাঁরা আসেননি, আগামী বছর যাঁরা আসবেন না, তাঁরা আজ মাইক বাজাচ্ছেন। শহিদ পরিবারের কাছে আমি দায়বদ্ধ।” সকালেই নন্দীগ্রাম দিবস পালনে দুই শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ভাঙাবেড়িয়ায়। এখানে এসে পৃথকভাবে মাল্যদান করেন দিব্যেন্দু অধিকারীও। অন্যদিকে, তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, পূর্ণেন্দু বসু, দোলা সেনরা।
একুশের নির্বাচনের হটস্পট এখন নন্দীগ্রাম। হেভিওয়েট দুই প্রার্থী প্রচার, জনসভা, কর্মিসভা, মিটিং মিছিল- সবেতেই কড়া নজর এখন কমিশনেরও। সূত্রের খবর, কেবল নন্দীগ্রামেই মোতায়েন করা হয়েছে ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চেনা নন্দীগ্রামে এবার মর্যাদার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। শুভেন্দু চ্যালেঞ্জ করেছেন হাফ লাখেরও বেশি ভোটে মমতাকে হারাবেন। শুভেন্দু নন্দীগ্রামেরই ভূমিপুত্র। এলাকা চেনেন হাতের তালুর মতো, দাবি করেছেন নিজমুখেই। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বিঁধেছেন তাঁর প্রাক্তন সহকর্মীকে।
আরও পড়ুন: নিছক দুঘর্টনা, কোনও হামলা হয়নি মুখ্যমন্ত্রীর উপর, রিপোর্ট বিশেষ পর্যবেক্ষকদের
জনৈতিক বিশ্লেষকরা বলছেন, হিন্দুত্বকে হাতিয়ার করেই লড়াই জমে উঠেছে নন্দীগ্রামে। পরিসংখ্যান বলছে, পূর্ব মেদিনীপুরে মুসলিম জনসংখ্যা ১৪.৫৯%। ১৪.৫৯%-এর মধ্যে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা ৩৪%। ১৪.৫৯%-এর মধ্যে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা ১২.১%। ১৪.৫৯%-এর মধ্যে নন্দীগ্রাম শহরে মুসলিম জনসংখ্যা ৪০.৩%। ২০১৬-র বিধানসভায় নন্দীগ্রামের তৃণমূলের শুভেন্দু অধিকারী পেয়েছিলেন পান ১ লক্ষ ৩৪ হাজার ৬২৩ ভোট। তবে এরই মাঝে নন্দীগ্রাম দিবসে আবার নন্দীগ্রামের মানুষের আবেগকেও উস্কে দিতে মরিয়া দু’পক্ষ।
এক নজরে নন্দীগ্রামের ভোট চিত্র
নন্দীগ্রাম বিধানসভা (২০১৯ লোকসভা নিরিখে) (Lok Sabha Elections 2019: Nandigram constituency)
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল (TMC) | দিব্যেন্দু অধিকারী (DIBYENDU ADHIKARI) | ১৩০৬৫৯ | ৬৩.১ |
বিজেপি (BJP) | সিদ্ধার্থ শঙ্কর রায় (SIDHARTHASHANKAR NASKAR) | ৬২২৬৮ | ৩০.১ |
সিপিএম (CPIM) | সেক ইব্রাহিম আলি (SK IBRAHIM ALI) | ৯৩৫৯ | ৪.৫ |
কেউ না (NOTA) | – | – | – |
নন্দীগ্রাম বিধানসভা ২০১৬ (West Bengal assembly elections, 2016: Nandigram constituency)
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল (TMC) | শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI ) | ১৩৪৬২৩ | ৬৬.৮ |
সিপিআই (CPI) | আবদুল কবির সেখ (ABDUL KABIR SEKH) | ৫৩৩৯৩ | ২৬.৫ |
বিজেপি (BJP) | বিজন কুমার দাস (BIJAN KUMAR DAS) | ১০৭১৩ | ৫.৩২ |
কেউ না (NOTA) | – | ||
– | – | – | – |
নন্দীগ্রাম বিধানসভা ২০১১ (West Bengal assembly elections, 2011: Nandigram constituency)
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল (TMC) | ফিরোজা বিবি (PHIROJA BIBI) | ১০৪৭৫৩ | ৬০.১৮ |
সিপিআই (CPI) | পরমানন্দ ভারতী (PARAMANANDA BHARATI) | ৫৯৬৬০ | ৩৪.৭৬ |
বিজেপি (BJP) | বিজন কুমার দাস (BIJAN KUMAR DAS) | ৫৮১৩ | ৩.৩৯ |
পিডিসিআই (PDCI) | মেহদি মাসুদ শেখ (MEHDI MASUD SHEKH) | ২৮৯৮ | ১.৬৯ |
কেউ না (NOTA) | – | – | – |