নন্দীগ্রাম: আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। নন্দীগ্রামেরই ভোটার হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari In Nandigram)। তিনি এতদিন হলদিয়ার ভোটার ছিলেন। কিন্তু এবার নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বি মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের ভোটার হিসাবেই নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। নন্দীগ্রামে তাঁর বুথ নন্দনায়কবাড় প্রাইমারি স্কুল।
উল্লেখ্য, গত বুধবারই নন্দীগ্রামে মেগা রোড শো করেন শুভেন্দু। সেদিনই কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমি নন্দীগ্রামের ভোটার হয়েছি, জানেন তো।” এরপরই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, “ভোটের আগের দিন রাতে এসে থাকব। কোথায় মোটর সাইকেল বেরোয় দেখব। ট্যা ফুঁ করতে দেব না। মাথায় টিকা কেটে ভোর পাঁচটায় বেরবো। বুথে বুথে যাব, আমার মুখ দেখে কোথায় ভোট দেয়, আমি দেখব।”
বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভূমিপুত্র হিসাবে উঠে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বহিরাগত’ আখ্যা দিয়েছেন তিনি। যদিও নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে এসে তার উত্তর দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমি বাইরের লোক হয়ে গেলাম! যাঁরা গুজরাত থেকে আসছেন, রাজস্থান থেকে আসছেন, তাঁরা বাংলার লোক হয়ে গেলেন? আমাকে বহিরাগত বলছেন!”
আরও পড়ুন: Suvendu Adhikari to file nomination: জানকীনাথ মন্দিরে দেব যজ্ঞে শুভেন্দু
নন্দীগ্রামে আজকে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। তার আগে সিংহবাহিনী মন্দির ও জানকীনাথ মন্দিরে পুজো দেন তিনি। উল্লেখ্য, নন্দীগ্রামে শুভেন্দুর ভোটার হওয়াটা একটা বিশেষ রাজনৈতিক বার্তা দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।