West Bengal Assembly Election 2021: রেশনের হোম ডেলিভারি! তৃণমূলের ইস্তেহারে থাকছে বিরাট চমক
সকাল থেকেই নজরে নন্দীগ্রাম, এবার বিধানসভা নির্বাচনে হাই-ভোল্টেজ কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপোধ্যায় এই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন আগেই। এবার সেখানে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে জনসভা করেন শুভেন্দু। ছিলেন স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান। নন্দীগ্রামের দুই মন্দিরে পুজোও দেন তিনি। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শুভেন্দু। এ দিকে, এই নন্দীগ্রামে গিয়েই আহত মুখ্যমন্ত্রী মমতা। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁকে ছাড়ার বিষয়ে বৈঠক হবে আজই।
নির্বাচন সংক্রান্ত সব খবর একনজরে
LIVE NEWS & UPDATES
-
রেশনের হোম ডেলিভারি! তৃণমূলের ইস্তেহারে থাকছে বিরাট চমক
নির্বাচনে (West Bengal Assembly Election 2021) তৃতীয়বার জয়লাভ করে ক্ষমতায় এলে ঠিক কোন রোডম্যাপ ধরে এগোবে তৃণমূল কংগ্রেস (TMC)? বৃহস্পতিবারই ইস্তোহার (Manifesto) প্রকাশ করে আসন্ন ৫ বছরের সমস্ত প্রতিশ্রুতি জানানোর কথা ছিল শাসকদলের। তবে দলীয় সুপ্রিমো দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ায় সেই কর্মসূচি পিছিয়ে ১৪ মার্চ করে দেওয়া হয়েছে। নন্দীগ্রাম দিবসের ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল। সূত্রের খবর, এ বারও একগুচ্ছ চমক থাকছে ইস্তেহারে। তবে সবচেয়ে চমকপ্রদ প্রতিশ্রুতি করা হতে পারে রেশন (Ration) নিয়ে।
সবিস্তারে পড়ুন: রেশনের হোম ডেলিভারি! তৃণমূলের ইস্তেহারে থাকছে বিরাট চমক
-
মালদায় বিশ বাঁও জলে জোট, একাই লড়ার হুমকি বামফ্রন্টের দুই শরিক দলের
জোটের ভবিষ্যৎ বিশ বাঁও জলে ডুবে গেল মালদায় (Malda)। এ বার সরাসরি বিদ্রোহে নামার সিদ্ধান্ত নিয়ে বামফ্রন্টের (Left Front) দুই শরিক দল। সূত্রের খবর, মালদার ফরোয়ার্ড ব্লকের (Forward Block) জেলা সম্পাদক রাজ্য নেতৃত্বকে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। ইস্তফা দিয়েছেন আরএসপি (RSP) জেলা সম্পাদকও। ফরোয়ার্ড ব্লকের দাবি, মালদায় তাদের কমপক্ষে তিনটি আসন ছাড়তেই হবে বামফ্রন্ট নেতৃত্বকে। যদি এমনটা না হয় সেক্ষেত্রে বামফ্রন্ট জোট ভেঙে তারা একাই লড়বে বলে হুঁশিয়ারিও দিয়েছে।
বিস্তারিত পড়ুন: মালদায় বিশ বাঁও জলে জোট, একাই লড়ার হুমকি বামফ্রন্টের দুই শরিক দলের
-
-
‘কাজ করছে মোদী, ফটো তুলছে দিদি’
শুভেন্দুর মনোনয়নে সভায় হাজির ছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। এর সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ‘খেলা হবে’ স্লোগান দিয়ে তোপ দাগলেন মমতাকে। নন্দীগ্রামে (Nandigram) গিয়ে ‘খেলা হবে’ বলেছিলেন মমতা। এবার সেই অস্ত্রেই মমতাকে তোপ। স্মৃতি ইরানি বললেন, ‘দিদি, তুমি খেলাই করেছো বাংলার মানুষের সঙ্গে।’
বিস্তারিত পড়ুন: ‘কাজ করছে মোদী, ফটো তুলছে দিদি’
-
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস দিয়ে তলব সিবিআই-এর
ভুঁইফোড় অর্থলগ্নিকারী সংস্থা আইকোর মামলায় এ বার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস দিল সিবিআই। তৃণমূল মহাসচিবকে আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস দিয়ে তলব সিবিআই-এর
-
West Bengal Assembly Election 2021: ‘ঐতিহাসিক’ ১৪ মার্চ ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল
১১ মার্চ ইস্তেহার (Manifesto) প্রকাশ হওয়ার কথা ছিল তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অসুস্থ হওয়ায় তা স্থগিত করে দেওয়া হয়। এবার ‘ঐতিহাসিক’ ১৪ মার্চকে ইস্তেহার প্রকাশের জন্য বেছে নিল তৃণমূল। ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস হিসেবে উল্লেখযোগ্য। রাজ্যে পরিবর্তনের জন্য যেমন নন্দীগ্রামের বিশেষ ভূমিকা রয়েছে, তেমনই এবারের নির্বাচনেও এপিসেন্টার হয়ে উঠেছে সেই নন্দীগ্রাম। সে দিনই কালীঘাটের বাড়ি থেকে নিজে হাতে ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন: ‘ঐতিহাসিক’ ১৪ মার্চ ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল
-
-
Suvendu Adhikari In Nandigram: মনোনয়ন জমা দিলেন শুভেন্দু
হলদিয়ার মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। এবার তাঁর প্রতিপক্ষ তাঁরই এক সময়ের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই হবে হাড্ডাহাড্ডি, এমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল। রাজ্যের বিধানসভা নির্বাচনের সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম। ২ মে এই কেন্দ্রেই চোখ থাকবে সবার।
-
Suvendu Adhikari In Nandigram: ‘চেনা মাঠ, ঝাণ্ডা নতুন, প্লেয়ার পুরনো’
মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো দিয়ে সেই পথে এগোচ্ছেন শুভেন্দু। তার আগে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে নিয়ে সভা মঞ্চ থেকে পরিবর্তনের ডাক দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। নন্দীগ্রাম থেকেই পরিবর্তন হবে বলে উল্লেখ করলেন আত্মবিশ্বাসী শুভেন্দু। প্রতিপক্ষ মমতা হলেও তাঁর চোখে মুখে আত্মবিশ্বাস।
বিস্তারিত পড়ুন: ‘চেনা মাঠ, ঝাণ্ডা নতুন, প্লেয়ার পুরনো’, নন্দীগ্রাম থেকেই পরিবর্তনের ডাক শুভেন্দুর
-
West Bengal Assembly Election 2021: নন্দীগ্রামের ঘটনা নিয়ে অভিযোগ জানাতে এবার দিল্লিতে তৃণমূল
শুক্রবার তৃণমূলের পার্লামেন্টারি কমিটি দিল্লিতে নির্বাচন কমিশনে যাবে। মমতার ওপর হামলার অভিযোগ তোলা হয়েছে আগেই। এবার ৬ সাংসদের এক প্রতিনিধি দল যাচ্ছে দিল্লিতে। মমতার আহত হওয়ার ঘটনা আসলে ষড়যন্ত্র, তা প্রমাণ করতেই নির্বাচন কমিশনে যাচ্ছেন তাঁরা। ঠিক দুপুর সাড়ে ১২ টায় সেখানে পৌঁছবেন তাঁরা। দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে যাবেন সৌগত রায়, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, জয়নগরের প্রতিমা মণ্ডল, বীরভূমের অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।
বিস্তারিত পড়ুন: মমতার ওপর ‘হামলা’! নালিশ জানাতে এবার দিল্লিতে তৃণমূল
-
Suvendu Adhikari In Nandigram: নন্দীগ্রামে ভোটার হলেন শুভেন্দু
আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। নন্দীগ্রামেরই ভোটার হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari In Nandigram)। তিনি এতদিন হলদিয়ার ভোটার ছিলেন। কিন্তু এবার নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বি মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের ভোটার হিসাবেই নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। নন্দীগ্রামে তাঁর বুথ নন্দনায়কবাড় প্রাইমারি স্কুল।
বিস্তারিত পড়ুন: Suvendu Adhikari In Nandigram: নন্দীগ্রামে ভোটার হলেন শুভেন্দু
-
মাতঙ্গিনী হাজরার মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন ধর্মেন্দ্র প্রধানের
শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেবেন। তার আগে শুভেন্দুর রোড শোতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইতিমধ্যেই তমলুকে পৌঁছেছেন তিনি। আর সেখানে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদেন সর্বজনবিদিত।
-
Suvendu Adhikari to file nomination: জানকীনাথ মন্দিরে দেব যজ্ঞে অংশ নেবেন শুভেন্দু
সিংহবাহিনী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী। মন্দির থেকে বেরিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। সেখান থেকে ৯টা ১৮-তে বেরিয়ে যান নন্দীগ্রামের বাজারের পার্শ্ববর্তী এলাকার জানকীনাথ মন্দিরে। রাম-সীতা ও হনুমানজির মূর্তি আছে সেখানে। আগের নির্বাচনেও এই মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। ৪০০ বছরের পুরনো এই মন্দির ঘিরে এলাকার মানুষের বিশ্বাস রয়েছে। সেখানেই এবার যজ্ঞের আয়োজন করা হয়েছে, যাকে দেব যজ্ঞ বলা হয়। সেই যজ্ঞে অংশ নেবেন শুভেন্দু।
-
Suvendu Adhikari to file nomination: সিংহবাহিনী মন্দিরে শুভেন্দু
আজ মনোনয়ন জমা দেবেন তিনি। সকালেই বাড়ি থেকে বেরিয়েছেন শুভেন্দু (Shuvendu Adhikary)। পথে কিনেছেন ফুল। এরপরই সিংহবাহিনী মন্দিরে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। সেখানে পুজো দিলেন নন্দীগ্রামের বিজেপি (BJP) প্রার্থী। মন্দিরে গিয়ে এলাকার মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর রোড শো করবেন তিনি।
Published On - Mar 12,2021 8:19 PM