‘চেনা মাঠ, ঝাণ্ডা নতুন, প্লেয়ার পুরনো’, নন্দীগ্রাম থেকেই পরিবর্তনের ডাক শুভেন্দুর

২০১৬-তে কার্যত ব্যাপক ফারাকে জয়ী হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে এবার এবার প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাতেও নন্দীগ্রামের (Nandigram) বিজেপি প্রার্থী।

'চেনা মাঠ, ঝাণ্ডা নতুন, প্লেয়ার পুরনো', নন্দীগ্রাম থেকেই পরিবর্তনের ডাক শুভেন্দুর
নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2021 | 1:02 PM

নন্দীগ্রাম: আজই মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো দিয়ে সেই পথে এগোচ্ছেন শুভেন্দু। তার আগে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে নিয়ে সভা মঞ্চ থেকে পরিবর্তনের ডাক দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। নন্দীগ্রাম থেকেই পরিবর্তন হবে বলে উল্লেখ করেন আত্মবিশ্বাসী শুভেন্দু।

এ দিন শুভেন্দুর সভা মঞ্চে হাজির কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানি। সেই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামে তাঁর চেনা মাঠ, ঝাণ্ডা নতুন, প্লেয়ার পুরনো। ফের একবার তৃণমূলকে প্রাইভেট কোম্পানি বলে আক্রমণ করেন তিনি। কড়া বার্তা দেন স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে। কজন এই কার্ডের সুবিধা পেয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আয়ুস্মান ভারত কেন কার্যকর হল না, তা নিয়েও মমতা সরকারকে আক্রমণ করতে ছাড়েননি শুভেন্দু।

দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই নিয়ে নন্দীগ্রামেই এ বার চোখ গোটা রাজনৈতিক মহলের। তবে খোদ মমতা প্রতিপক্ষ হলেও জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। বিরোধি প্রার্থীকে, তা নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন শুভেন্দু। উল্লেখ্য নন্দীগ্রামে জয়ের ইতিহাস রয়েছে শুভেন্দুর। ২০১৬-তে কার্যত ব্যাপক ফারাকে জয়ী হন তিনি। তাই চেনা মাঠ বলে চোখে মুখে আত্মবিশ্বাস ফুটিয়ে তুলছেন তিনি।

এ দিন সকালে সিংহবাহিনী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে পুজো দিয়ে যাত্রা শুরু করেন শুভেন্দু অধিকারী। মন্দির থেকে বেরিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে যান নন্দীগ্রামের বাজারের পার্শ্ববর্তী এলাকার জানকীনাথ মন্দিরে। আগের নির্বাচনেও এই মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। ৪০০ বছরের পুরনো এই মন্দির ঘিরে এলাকার মানুষের বিশ্বাস রয়েছে। সেখানেই এবার যজ্ঞের আয়োজন করা হয়েছে, যাকে দেব যজ্ঞ বলা হয়। সেই যজ্ঞে অংশ নেন শুভেন্দু। এরপর সভা করার পরই মনোনয়ন দেবেন তিনি।

নন্দীগ্রাম বিধানসভা (২০১৯ লোকসভা নিরিখে) (Lok Sabha Elections 2019: Nandigram constituency)

দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল (TMC) দিব্যেন্দু অধিকারী (DIBYENDU ADHIKARI) ১৩০৬৫৯ ৬৩.১
বিজেপি (BJP) সিদ্ধার্থ শঙ্কর রায় (SIDHARTHASHANKAR NASKAR) ৬২২৬৮ ৩০.১
সিপিএম (CPIM) সেক ইব্রাহিম আলি (SK IBRAHIM ALI) ৯৩৫৯ ৪.৫
কেউ না (NOTA)

নন্দীগ্রাম বিধানসভা ২০১৬ (West Bengal assembly elections, 2016: Nandigram constituency)

দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল (TMC) শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI ) ১৩৪৬২৩ ৬৬.৮
সিপিআই (CPI) আবদুল কবির সেখ (ABDUL KABIR SEKH) ৫৩৩৯৩ ২৬.৫
বিজেপি (BJP) বিজন কুমার দাস (BIJAN KUMAR DAS) ১০৭১৩ ৫.৩২
কেউ না (NOTA)

নন্দীগ্রাম বিধানসভা ২০১১ (West Bengal assembly elections, 2011: Nandigram constituency)

দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল (TMC) ফিরোজা বিবি (PHIROJA BIBI) ১০৪৭৫৩ ৬০.১৮
সিপিআই (CPI) পরমানন্দ ভারতী (PARAMANANDA BHARATI) ৫৯৬৬০ ৩৪.৭৬
বিজেপি (BJP) বিজন কুমার দাস (BIJAN KUMAR DAS) ৫৮১৩ ৩.৩৯
পিডিসিআই (PDCI) মেহদি মাসুদ শেখ (MEHDI MASUD SHEKH) ২৮৯৮ ১.৬৯
কেউ না (NOTA)