Ram Navami: ঝুলছে মামলা, সরকারের দেখানো পথেই শেষ পর্যন্ত রাম নবমীর শোভাযাত্রা VHP-বজরং দলের
Ram Navami: বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে ২০১৩ সাল থেকে রাম নবমীর শোভাযাত্রা হয়ে আসছে বাঁকুড়া শহরে। বাঁকুড়ার পাঁচবাগা মোড় থেকে কলেজ মোড় থেকে সোজাপথে মাচানতলা হয়ে সেই শোভাযাত্রা হয় লালবাজার মোড় পর্যন্ত।

বাঁকুড়া: আদালতে ঝুলে রইল রাম নবমী শোভাযাত্রার রুট মামলা। অগত্যা প্রশাসনের রুটেই শোভাযাত্রা করার সিদ্ধান্ত বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের। বছর তিনেক আগে আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে বাঁকুড়া শহরে পুরানো রুটে রাম নবমীর শোভাযাত্রার অনুমতি দেয়নি প্রশাসন। প্রশাসনের নির্দেশে বদলেছিল রুট। এবারও সেই বদলে যাওয়া রুটেই শোভাযাত্রার অনুমতি দেয় প্রশাসন। তবে প্রশাসনের সেই রুট বদলকে চ্যালেঞ্জ করে এবার উচ্চ আদালতে গিয়েও লাভ হল না আয়োজকদের।
বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে ২০১৩ সাল থেকে রাম নবমীর শোভাযাত্রা হয়ে আসছে বাঁকুড়া শহরে। বাঁকুড়ার পাঁচবাগা মোড় থেকে কলেজ মোড় থেকে সোজাপথে মাচানতলা হয়ে সেই শোভাযাত্রা হয় লালবাজার মোড় পর্যন্ত। বছর তিনেক আগে প্রশাসন আচমকাই আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে রুট বদলের নির্দেশ দেয়। পাঁচবাগা থেকে শোভাযাত্রা কলেজ মোড় হয়ে ঘুরপথে মাচানতলায় পৌঁছানোর রুট ঠিক করে প্রশাসন। গত তিন বছর ধরে বদলে যাওয়া সেই রুটেই শোভাযাত্রা হয়ে আসছে।
এবার প্রশাসনের সেই রুট বদলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। ঘুরপথে মাচানতলায় পৌঁছানোর বদলে সরাসরি মাচানতলা পৌঁছানোর জন্যে অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়। এদিন সেই মামলার শুনানি থাকলেও আদালতের তরফে রুট নিয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে চলতি বছরও নিতান্ত বাধ্য হয়েই বদলে যাওয়া রুটে শোভাযাত্রা করতে হবে বলে জানিয়েছেন আয়োজন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কার্যকর্তারা।





