AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তলায় তলায় বিজেপি-যোগ, পূর্ব মেদিনীপুরের ১০ নেতাকে বহিষ্কার করল তৃণমূল

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ১০ নেতাকে ৩ বছরের জন্য সাসপেন্ট করল তৃণমূল (TMC)

তলায় তলায় বিজেপি-যোগ, পূর্ব মেদিনীপুরের ১০ নেতাকে বহিষ্কার করল তৃণমূল
বহিষ্কৃত নেতা দীবাকর জানা, তনুশ্রী জানা, বিভাস কর
| Updated on: Mar 13, 2021 | 4:35 PM
Share

পূর্ব মেদিনীপুর: একুশের ভোটে (West Bengal Assembly Election 2021) রাজনৈতিক মহলের আলাদা নজরে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এখানকার নন্দীগ্রাম বিধানসভায় লড়ছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি শিবিরের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভোটের মুখে সেই জেলারই ১০ তৃণমূল (TMC) নেতাকে বহিষ্কার করল দল।

গত ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর একাধিক নেতা তাঁর সঙ্গে দল ছেড়েছেন। এই প্রেক্ষিতে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু ঘনিষ্ঠ কয়েকজন নেতার অবস্থান নিয়ে প্রশ্ন ছিল। তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর কড়া নজর ছিল শীর্ষ নেতৃত্বের। এই প্রেক্ষিতে শনিবারের বারবেলা দলবিরোধী কাজের অভিযোগে শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূলের ১০ নেতাকে বহিষ্কার করা হল।

এদিন দুপুর আড়াইটা নাগাদ তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র তালিকা তৈরি করে শহিদ মাতঙ্গিনী ব্লকের ১০ নেতাকে বহিষ্কার করেন। এঁদের মধ্যে যেমন রয়েছেন ব্লক সভাপতি, তেমনি রয়েছেন সম্পাদক, সংশ্লিষ্ট অঞ্চলের প্রধান, জেলা পরিষদের সদস্য। পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা, স্থানীয় নেতা সুনীল দেবাধিকারী, অঞ্চল প্রধান শীলাদিত্য আদক, উপ-প্রধান নিকুঞ্জ বিহারী মান্না, বিভাস কর, মিনতি পট্টনায়েক, দেবনাথ দাস, তনুশ্রী জানা, রাখী আদক ও নীলিমা দেবাধিকারীকে ৩ বছরের জন্য সাসপেন্ড করা হল বলে জানিয়েছে তৃণমূল। কিন্তু ঠিক ভোটের দু’ সপ্তাহ আগে এই নেতাদের বহিষ্কারে দলে কোনও প্রভাব পড়বে না তো?

আরও পড়ুন: নন্দীগ্রামে আহত মমতা, মুখ্যসচিবের রিপোর্টে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন

এই প্রশ্নের উত্তরে জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানান, এঁরা অনেক আগে থেকেই নিষ্ক্রিয় ছিলেন। দলের কোনও কর্মসূচিতেই এঁদের সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। উল্টে বিরোধী দলগুলির সঙ্গে তলায় তলায় যোগাযোগ রাখছিলেন এঁরা বলে অভিযোগ। এর ফলে দল ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই ১০ নেতার বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠানো হয়েছিল। তারপরেই বহিষ্কারের সিদ্ধান্ত বলে খবর। এদিকে নিজেদের বহিষ্কার নিয়ে এখনও মুখ খোলেননি ওই নেতারা।