Suvendu Adhikari Security: বারবার বাধা-বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী, বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 26, 2022 | 3:44 PM

BJP: সূত্রের দাবি, আগামী ১০ এপ্রিল থেকে নতুন নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে যাতায়াত করবেন তিনি।

Suvendu Adhikari Security: বারবার বাধা-বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী, বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা
নিরাপত্তা বাড়ানো হচ্ছে শুভেন্দু অধিকারীর। নিজস্ব চিত্র।

Follow Us

পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারীর (BJP MLA Suvendu Adhikari) নিরাপত্তা বাড়ানো হচ্ছে। সূত্রের খবর, বিরোধী দলনেতাকে জেড প্লাস (Z Plus) ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্র। রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচিতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে বাধার মুখে পড়তে হচ্ছে বলে প্রায়শই অভিযোগ উঠছে। শাসকদলের তরফে তাঁর পথ আটকানোর অভিযোগও তুলেছেন শুভেন্দু। সেই জায়গা থেকে এই বিজেপি বিধায়কের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের দাবি, আগামী ১০ এপ্রিল থেকে নতুন নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে যাতায়াত করবেন তিনি।

সূত্রের খবর, শুধু শুভেন্দু অধিকারীর বাধা পাওয়ার বিষয়ই নয়। গত কয়েকদিনে রাজ্যে একাধিক হিংসার অভিযোগও ভাবাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রককে। একাধিক জনপ্রতিনিধির উপর হামলা হয়েছে। কারও কারও ক্ষেত্রে সেই হামলা প্রাণঘাতীও হয়েছে। যেমন পানিহাটি বা ঝালদার ঘটনা।  এই পরিস্থিতিতে বিরোধীদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত তা নিয়ে সংশয় রয়েছে বিজেপির অন্দরে। বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে ‘হেভিওয়েট’ মুখ। তাঁর নিরাপত্তা নিয়ে কেন্দ্র প্রথম থেকেই আলাদা গুরুত্ব দিয়েছে। এবার আরও পোক্ত হচ্ছে তার নিরাপত্তা ব্যবস্থা।

সব যদি ঠিকভাবে এগোয়, প্রয়োজনীয় সমস্ত ছাড়পত্র চলে এলে আগামী ১০ এপ্রিল থেকেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানো হবে। শুভেন্দু অধিকারী এখন কেন্দ্রের ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পান। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার ক্ষেত্রে চারজন পিএসও, একটি বুলেটপ্রুফ গাড়ি, একটি জ্যামার গাড়ি এবং একটি নিজের গাড়ি-সহ আরও সাতটি গাড়ির কনভয় থাকবে বিরোধী নেতার সঙ্গে। যদিও শাসকদলের বক্তব্য, কার নিরাপত্তা বাড়ল, কে কতজন জওয়ান নিয়ে ঘুরছেন সেটা তাঁর এবং তাঁর দলের বিষয়। মানুষই সবথেকে বড় নিরাপত্তা। মানুষ সঙ্গে থাকলে আর কিছুই লাগে না বলে দাবি তৃণমূলের।

আরও পড়ুন: Bagtui Massacre: আজই বগটুইয়ে যাচ্ছে সিবিআইয়ের বিশেষ দল, তথ্য বুঝে নেবে সিটের থেকে

আরও পড়ুন: School Teacher case in High Court: পকেট থেকে টাকা দিয়ে বেতন মেটাতে হবে শিক্ষিকার, প্রধান শিক্ষককে নির্দেশ আদালতের

আরও পড়ুন: Ghatal Case: ছাদনাতলা থেকে মেয়েকে টেনে তুলে নিয়ে দৌড় মা-বাবার, ফেঁসে গেলে দাদু, মেসো