এখানে তো অনেক বউমা আছেন, কার ব্যাঙ্কে বিদেশ থেকে টাকা আসে: শিশির

কাঁথির মানুষের কাছে আমি দায়বদ্ধ, বিজেপি প্রার্থীর প্রচারে গিয়ে বললেন শিশির অধিকারী (Shishir Adhikari)।

এখানে তো অনেক বউমা আছেন, কার ব্যাঙ্কে বিদেশ থেকে টাকা আসে: শিশির
কাঁথিতে শিশির অধিকারী।
Follow Us:
| Updated on: Mar 26, 2021 | 12:16 AM

কাঁথি: শেষবেলার ভোটপ্রচারে নেমে ঝড় তুললেন শান্তিকুঞ্জের বর্ষীয়াণ সদস্য। একাধারে নিশানা করলেন তৃণমূল সরকার ও মমতা-অভিষেককে। দক্ষিণ কাঁথি কেন্দ্রে বিজেপির প্রার্থী অরূপ কুমার দাস। এদিন তাঁর প্রচারে গিয়েছিলেন শিশির অধিকারী (Shishir Adhikari)।

বক্তব্যের শুরুতেই গলা চড়িয়ে শিশির অধিকারী বলেন, “অনেক বাড়ির বউমারাই এখানে আছেন। অনেক অবস্থাসম্পন্ন ঘরের বউমারাও আছেন। কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসে বলুন তো। আর এখানে হাজার হাজার কোটি টাকা আসছে।”

উল্লেখ্য, কিছুদিন আগেই কয়লাকাণ্ডে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলাকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। তাঁর সঙ্গে কথাও বলেন তদন্তকারীরা। মূলত রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ‘অস্বাভাবিক’ লেনদেন সিবিআইয়ের স্ক্যানারে। এদিন শিশির অধিকারী কারও নাম না করলেও বুঝতে অসুবিধা হয় না তাঁর বাক্যবাণের নিশানা কে বা কারা।

আরও পড়ুন: ‘একজনের বয়স ৬৫, সে কী করে মেয়ে হয়’, মমতাকে বিঁধতে নেমেই পুরনো ফর্মে ‘বুড়ো’ বিমান

একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে শিশিরের তোপ, “কয়লা, বালি চুরি করে এরা লক্ষ লক্ষ টাকা করেছে। এখানে এসে কে কী ভাষা প্রয়োগ করেছেন তা নিয়ে আমি এখনই কিছু বলব না। ১৩০ বছর বাঁচব। আপনাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। কাঁথির মানুষের কাছে আমি দায়বদ্ধ।”