
ময়না: তিন মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের দাবি, তাঁদের মধ্যে অনেকেই বিজেপি করেন সেই কারণেই তাঁরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। এরপর আজ অর্থাৎ মঙ্গলবার প্রায় তিন হাজার মহিলা বিডিও অফিসে যান ডেপুটেশন জমা দিতে। কিন্তু সেখানে যাওয়ার পরই পুলিশের বাধা দেওয়ার অভিযোগ। বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি সঙ্গে হাতাহাতি। বস্তুত, যে কোনও সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়শই বলতে শোনা যায়, বিরোধী দল করলেও সরকারি প্রকল্প থেকে কেউই বঞ্চিত হন না। কিন্তু ময়নায় দেখা যাচ্ছে ভিন্ন ছবি।
জানা গিয়েছে,পূর্ব মেদিনীপুরের ময়নায় ১২ হাজার মহিলার প্রায় তিন মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার। সেই কারণে লক্ষ্মীর ভান্ডার চালুর দাবিতে আজ প্রায় ৩০০০ মহিলা ঝাঁটা হাতে তমলুক জেলা বিজেপির নেতৃত্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন। ময়নার বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় মহিলাদের বলে অভিযোগ। বিডিও অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়। গেটের সামনে মোতায়েন ছিল ময়না থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাধে মহিলাদের। হাতাহাতিতে জখম হন কয়েকজন বিক্ষোভকারী। কয়েকজন মহিলার মাথায় কপালে আঘাত লাগে বলেও খবর। লক্ষ্মীর ভান্ডার চালু না হলে জেলাশাসকের কার্যালয় ঘেরাও এর হুশিয়ারি ও দেওয়া হয়। এক বিক্ষোভকারী মহিলা বলেন, “পুলিশ আমাদের মেরেছে। আমার হাত ধরে নিয়েছে। আজ তিন মাস আমাদের টাকা দেয়নি। চারদিকে টাকা দিচ্ছে। অথচ আমাদের দিচ্ছে না। আজ যদি কোথাও টাকা না দিত তাহলে কেউ প্রতিবাদ করতে আসত না। কিন্তু আমাদের শুধু বন্ধ। আমরা বিজেপি করছি তার জন্য টাকা দেবে না? আমরা যা খুশি দলকে সাপোর্ট করতে পারি।”