কৃষি আইনের বিরোধিতায় পুরুলিয়ায় মাওবাদী পোস্টার, এলাকায় জোর চাঞ্চল্য!
কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় মাওবাদী (Maoist) পোস্টাল পড়ল পুরুলিয়ায় (Purulia)। কৃষি আইনের বিরোধিতা ছাড়াও রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার দাবিতে পোস্টার লাগিয়েছে মাওবাদীরা।
TV9 বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় মাওবাদী (Maoist) পোস্টার পড়ল পুরুলিয়ায় (Purulia)। কৃষি আইনের বিরোধিতা ছাড়াও রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার দাবিতে পোস্টার লাগিয়েছে মাওবাদীরা। সোমবার সকালেই এলাকাবাসী দেখতে পান বরাবাজার ও বান্দোয়ানের বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিস পৌঁছে পোস্টার ও ব্যানার খুলে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে। বাংলা ও হিন্দি ভাষায় লেখা পোস্টার লাগিয়েছে মাওবাদীরা। প্রত্যেক ব্যানার ও পোস্টারের নিচেই মাওবাদী দলের নাম রয়েছে। তাই পুলিসের কোনও দ্বিধা নেই যে এ কাজ মাওবাদীদেরই। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেনি পুরুলিয়া জেলা পুলিস।
আরও পড়ুন: পিএফ অফিসে দালাল চক্র, বহরমপুরে গ্রেফতার ১
সকাল বেলা বরাবাজার ও বান্দোয়ান এলাকায় এত মাওবাদী পোস্টার দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। হয়তো আশেপাশে মাওবাদীদের আনাগোনা বেড়েছে, এমনই ভাবছেন স্থানীয় বাসিন্দারা। ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও বাঁশপাহাড়িতেও এই ধরনের পোস্টার দেখা গিয়েছে।