Gold Price Today: ১ লাখ ৩০ হাজার থেকে নীচে নামল সোনার দর, আজ কত রেট? এখন কি সোনা কেনা উচিত?
Gold Price in Kolkata & West Bengal: নতুন বছরের শুরুতেই হু হু করে চড়ছে সোনার দাম। এই ক'দিন আগেই সোনার দাম ১ লক্ষ ৩০ হাজারের গণ্ডি পার করেছিল। আজ সামান্য হলেও কমেছে সোনার দাম। তবে মধ্যবিত্তের চিন্তা অনেকটাই বাড়িয়েছে সোনার এত চড়া দাম।

কলকাতা: কিনবেন কী, সোনার দাম দেখেই ছ্যাঁকা লাগছে। নতুন বছরের শুরুতেই হু হু করে চড়ছে সোনার দাম। এই ক’দিন আগেই সোনার দাম ১ লক্ষ ৩০ হাজারের গণ্ডি পার করেছিল। আজ সামান্য হলেও কমেছে সোনার দাম। তবে মধ্যবিত্তের চিন্তা অনেকটাই বাড়িয়েছে সোনার এত চড়া দাম। রুপোর দামও বেশ চড়া। এখন যদি কারোর সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে কিনে নিতে পারেন কারণ বিশ্ব বাজারে যেভাবে অস্থির পরিস্থিতি চলছে, তাতে ফের সোনার দাম বাড়লেও বাড়তে পারে। আজ সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ১২ জানুয়ারি সোনার দাম কিছুটা কমেছে। আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৪ হাজার ৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৪৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৪ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ হাজার ৮৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৭৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ৮৭ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ৫৩৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৫ হাজার ৩৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
রুপোর দাম-
আজ সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ২৫ হাজার ৯৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।
