অগ্নিদেবের কামব্যাক ছবি, জীতু কমলের সঙ্গে আর কে থাকছেন?
একটা বড় সময়ের বিরতির পর পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ফিরছেন শুটিংয়ে। ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন বাংলা ছবির শুটিং শুরু করবেন তিনি। ছবির নাম 'চোর'। একটা চুরির ঘটনাকে কেন্দ্র করে গল্প। এক রাতে কী ঘটে সেই গল্পই থাকবে ছবিতে। তবে এরচেয়ে বেশি কিছু আপাতত সামনে আনা হচ্ছে না। এই শহরের রাস্তাঘাটেই প্রধানত শুটিং হবে। রাতের পর রাত জুড়ে চলবে শুটিং।

একটা বড় সময়ের বিরতির পর পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ফিরছেন শুটিংয়ে। ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন বাংলা ছবির শুটিং শুরু করবেন তিনি। ছবির নাম ‘চোর’। একটা চুরির ঘটনাকে কেন্দ্র করে গল্প। এক রাতে কী ঘটে সেই গল্পই থাকবে ছবিতে। তবে এরচেয়ে বেশি কিছু আপাতত সামনে আনা হচ্ছে না। এই শহরের রাস্তাঘাটেই প্রধানত শুটিং হবে। রাতের পর রাত জুড়ে চলবে শুটিং।
অগ্নিদেবের ছেলে আকাশ চট্টোপাধ্যায় এই ছবির প্রযোজক। চিত্রনাট্য লিখেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। অ্যাডিশনাল স্ক্রিনপ্লে আর সংলাপ লিখেছেন সুদীপা চট্টোপাধ্যায়। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে জীতু কমল, রাজেশ শর্মা আর শঙ্কর চক্রবর্তীকে। সুদীপা খোলসা করলেন, ছবিতে বেশ কিছু মহিলা চরিত্র থাকলেও, গল্পটা মূলত তিন পুরুষ চরিত্রের উপর। দেবলীনা কুমার, অঞ্জনা বসু আর মানসী সিনহাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
দুই বর্ষীয়ান অভিনেতা থাকছেন ছবিতে। বরুণ চন্দকে যেমন দেখা যাবে, তেমনই বহুদিন পর এই ছবিতে একটা দারুণ চরিত্রে কাজ করবেন বিপ্লব চট্টোপাধ্যায়। সম্প্রতি বিপ্লবকে হুইলচেয়ারে করে একটি অ্যাওয়ার্ড ফাংশনে আসতে দেখা গিয়েছে। তারপরও এই ছবি যে তিনি করছেন, সেটা খুবই খুশির খবর।
অগ্নিদেবের ছবিতে বরাবরই এই সমাজে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা উঠে এসেছে, যা সম্পর্কে সমাজ কথা বলতে চায় না। তবে কথা বলা জরুরি। নতুন ছবিতেও একজন চোরের গল্পকে কীভাবে পরিচালক বড়পর্দায় তুলে আনবেন, তা জানার অপেক্ষা থাকবে। ২০১৮ সালে অগ্নিদেবের হিন্দি ছবি মুক্তি পেয়েছিল। তারপর এটা কামব্যাক ছবি হতে চলেছে।
