Rudranil-Hiran: পদ্মবনে ‘আগুন’? খোঁচা খাওয়া হিরণ বললেন, ‘চোরেদের সঙ্গে যুক্ত রুদ্রনীল’
Rudranil-Hiran: বিধায়কের দাবি, রুদ্রনীল যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এখন তাঁদের ছবিতেই কাজ করছেন। পরোক্ষভাবে চোরদের সঙ্গে যুক্ত তিনি। অপরদিকে রুদ্রনীলের দাবি, হিরণ সিনেমার জগৎ থেকে বিচ্ছিন্ন সেই কারণে অনেক কিছু না জেনে মন্তব্য করছেন।
পুরুলিয়া: পদ্মশিবিরে এই মুহূর্তে যেন নারদ-নারদ অবস্থা! দুই অভিনেতার মধ্যে এবার তরজা। ‘চুরির টাকায় অভিনয়’ রুদ্রনীল ঘোষকে খোঁচা বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের। বিধায়কের দাবি, রুদ্রনীল যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এখন তাঁদের ছবিতেই কাজ করছেন। পরোক্ষভাবে চোরদের সঙ্গে যুক্ত তিনি। অপরদিকে রুদ্রনীলের দাবি, হিরণ সিনেমার জগৎ থেকে বিচ্ছিন্ন সেই কারণে অনেক কিছু না জেনে মন্তব্য করছেন।
সম্প্রতি, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুদ্রনীলকে খোঁচা দেন। বলেন, “যাঁদের সঙ্গে কাজ করছেন তাঁরা তো আদতে চোর। যে সব প্রোডিউসাররা কোনও না কোনও ভাবে চোরদের সঙ্গে যুক্ত। চুরির টাকায় কাজ করছেন। পরোক্ষভাবে চোরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন।
নিজের মন্তব্যে একই সঙ্গে যোগ করে বলেন, “একজন অভিনেতাকে জীবিকার তাগিদে এমন করতে হতে পারে। অভিনেতা অভিনেত্রীদের পক্ষে বাছ বিচার করা সম্ভব না কে চোর বোঝা। তা সরকারকে বার করতে হবে।” যদিও, পাল্টা রুদ্রনীল বলেছেন, “পাঁচ ছবছর উনি এই ইনডাস্ট্রির সঙ্গে যুক্ত নেই। নিজের বিধানসভা খড়গপুরেই পড়ে থাকেন। কাজ করেন। তাই টলিউডের অন্দরমহলের খবর ওর জানা সম্ভব নয়। যেমন আমরা বিধানসভার অন্দরের খবর হিরণবাবুর মতো অতোটা জানতে পারি না। আমাদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”