AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: চক্রধরপুর এক্সপ্রেসের বার্থে ঘুমিয়ে ছিলেন মহিলা চিকিৎসক, সেই সময় শরীরে হাত! উঠল বড় অভিযোগ

Purulia: ঘটনা প্রকাশ্যে আসতেই ছাত্রছাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী চিকিৎসক আজ, বুধবার সিধু কানু বিরশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

Purulia: চক্রধরপুর এক্সপ্রেসের বার্থে ঘুমিয়ে ছিলেন মহিলা চিকিৎসক, সেই সময় শরীরে হাত! উঠল বড় অভিযোগ
প্রতীকী ছবিImage Credit: AI Generated Image
| Edited By: | Updated on: May 28, 2025 | 8:59 PM
Share

পুরুলিয়া: চলন্ত ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ এক অধ্যাপকের বিরুদ্ধে। জিআরপি-তে অভিযোগ দায়ের। অভিযুক্ত অধ্যাপকের সাথে যোগাযোগ করা হলে পরিচয় জেনেই ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন। ঘটনা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপিকার।

গত সোমবার রাতে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কোচে পুরুলিয়ায় যাচ্ছিলেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের অধ্যাপিকা চিকিৎসক। সেই কোচেই সহযাত্রী ছিলেন সিধু কানু বিরশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন পাল। অভিযোগ, ভোরের দিকে ট্রেনের মধ্যেই তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন ওই অধ্যাপক।

ফার্স্ট ক্লাস কোচের বার্থে ঘুমিয়ে ছিলেন অধ্যাপিকা। সেই সময় অধ্যাপক তাঁর শরীরে হাত দেয় ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কোচের মধ্যে কোনও নিরাপত্তারক্ষীকে দেখতে না পেয়ে মঙ্গলবার পুরুলিয়ায় গিয়ে পুরুলিয়া জিআরপি-র মাধ্যমে বাঁকুড়া জিআরপি-তে লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যাপিকা।

ঘটনা প্রকাশ্যে আসতেই ছাত্রছাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী চিকিৎসক আজ, বুধবার সিধু কানু বিরশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। গোটা বিষয়টি তিনি উপাচার্যকে জানান। অভিযুক্ত অধ্যাপকের গ্রেফতারের দাবি জানিয়েছেন অধ্যাপিকা চিকিৎসক।

সংবাদমাধ্যমের তরফে অভিযুক্ত অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের পরিচয় জেনেই ‘ব্যস্ত আছি’ বলেই ফোন কেটে দেন। সিধু কানু বিরশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “মহিলা চিকিৎসক আমাদের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। আইন আইনের পথেই চলবে। এই বিষয়ে কোনও বাধা দেওয়া হবে না। অভিযোগপত্রটি নির্দিষ্ট অথরিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে।”