Arup Chakrobarty: ‘যাঁরা-যাঁরা বিশ্বাসঘাতকতা করেছেন লিস্ট বানান…’, সাংসদ হওয়ার পরই কড়া অরূপ

তপন হালদার | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 15, 2024 | 7:27 PM

Arup Chakrobarty: নির্বাচনে জেতার পর এই প্রথম রঘুনাথপুর বিধানসভা এলাকায় এসেছিলেন বাঁকুড়ার সাংসদ। সাঁতুড়ির রামচন্দ্রপুরে দলের কার্যালয়ে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়ই এইরূপ মন্তব্য করেন অরূপ।

Arup Chakrobarty: যাঁরা-যাঁরা বিশ্বাসঘাতকতা করেছেন লিস্ট বানান..., সাংসদ হওয়ার পরই কড়া অরূপ
অরূপ চক্রবর্তী, তৃণমূল সাংসদ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পুরুলিয়া: কারা-কারা লোকসভা ভোটে বিশ্বাসঘাতকতা করেছে? তাঁদের এবার চিহ্নিত করার পরামর্শ দিলেন বাঁকুড়ার সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। একই সঙ্গে জানালেন তাঁদের বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। সাংসদের বক্তব্য, “দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।” বাঁকুড়াতেও সাংসদ তিনজনকে বহিষ্কার করেছেন বলে জানিয়ে দিয়েছেন।

নির্বাচনে জেতার পর এই প্রথম রঘুনাথপুর বিধানসভা এলাকায় এসেছিলেন বাঁকুড়ার সাংসদ। সাঁতুড়ির রামচন্দ্রপুরে দলের কার্যালয়ে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়ই এইরূপ মন্তব্য করেন। বলেন, “আমাদের দলের অনেকে গোপনে-গোপনে বিশ্বাসঘাতকতা করেছিল। আমাদের কাছে খবর আছে। আমি ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিদের অনুরোধ করব যাঁরা বিশ্বাসঘাতকতা করছে তাঁদের চিহ্নিত করুন। আমি বাঁকুড়ায় তিনজন অঞ্চল সভাপতিকে বহিষ্কার করেছি ওরা দল বিরোধী কাজ করেছিল বলে। এখানেও বলছি আপনারা লিস্ট তৈরি করুন। আমায় দিন। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। বিশ্বাসঘাতকদের দলে রাখা যাবে না বেশি দিন।”

ঘটনাক্রমে রঘুনাথপুর বিধানসভায় প্রত্যাশিত ফল হয়নি তৃণমূলের। মাত্র সাড়ে চারশোর মত ভোটে এগিয়ে আছে তৃণমূল। সেই প্রেক্ষাপটেই সাংসদের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দলের একাংশ। এ দিন অরূপ চক্রবর্তী বলেন, “আমি জেলা সভাপতিকে বললাম যাঁরা দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে তাঁদের চিহ্নিতকরণ করতে হবে।”

 

 

Next Article