Purulia: মাছ খেয়েই দলে দলে হাসপাতালে ছুটলেন শবর জনজাতির মানুষ, সাংঘাতিক কাণ্ড পুরুলিয়ায়

জানা গিয়েছে, সেই পুকুর সরকারি অর্থে খননের পরই গ্রামেরই গৌরাঙ্গ সুন্দর মাহাতো নামের এক ব্যক্তি লিজ নিয়ে মাছ চাষ করতেন। পরবর্তীতে পুকুরে আর তাঁকে মাছ চাষ করতে দেওয়া হয়নি। দেওয়া হয়নি কোনও লিজও। তবু দখলে রাখার চেষ্টা করা হয়েছিল পুকুরটি। অন্যদিকে ওই পুকুরটি ব্যবহার করে আসছিলেন সবর জনজাতির মানুষজন।

Purulia: মাছ খেয়েই দলে দলে হাসপাতালে ছুটলেন শবর জনজাতির মানুষ, সাংঘাতিক কাণ্ড পুরুলিয়ায়
পড়ে আছে মাছগুলোImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 27, 2025 | 10:41 PM

পুরুলিয়া: মাছ খেয়েই বিপদ! পুকুর থেকে তোলা মাছ রান্না করে খেয়েই অসুস্থ গ্রামের মানুষজন। শনিবার দুপুরের ঘটনা। অন্তত ২৫ জন হাসপাতালে গিয়েছেন। পুরুলিয়ার পুঞ্চা ব্লকের দামোদরপুর গ্রামের সবর টোলার পাশে রয়েছে একটি বড় পুকুর। শবর জনজাতির মানুষজনেরা ব্যবহার করতেন সেই সরকারি পুকুরটি। সেই পুকুরেই বিষ দেওয়ার অভিযোগ উঠল গ্রামেরই এক বাসিন্দার বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

লিজ চেয়েছিলেন, দেওয়া হয়নি। সেই আক্রোশেই ওই ব্যক্তি পুকুরে বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ। পুকুরের জলে একে একে ভেসে ওঠে মৃত মাছ। সেগুলি খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ২৫ জন সবর জনজাতির মানুষজন। জানা গিয়েছে, সেই পুকুর সরকারি অর্থে খননের পরই গ্রামেরই গৌরাঙ্গ সুন্দর মাহাতো নামের এক ব্যক্তি লিজ নিয়ে মাছ চাষ করতেন। পরবর্তীতে পুকুরে আর তাঁকে মাছ চাষ করতে দেওয়া হয়নি। দেওয়া হয়নি কোনও লিজও। তবু দখলে রাখার চেষ্টা করা হয়েছিল পুকুরটি।

অন্যদিকে ওই পুকুরটি ব্যবহার করে আসছিলেন সবর জনজাতির মানুষজন। অভিযোগ, সেই আক্রোশে পুকুরে বিষ ঢেলে পুকুরের মাছ মেরে ফেলার পরিকল্পনা করেন গৌরাঙ্গ। কিন্তু অঘটন ঘটল, ভেসে ওঠা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রাচীন সবর জনজাতির ২৫ জনেরও বেশি মানুষ। ঘটনা জানাজানি হতেই প্রশাসনের তৎপরতায় তাঁদেরকে নিয়ে যাওয়া হয় পুঞ্চা গ্রামীণ হাসপাতালে। তাঁরা প্রত্যেকেই জানান, ওই মাছ খেয়েই তাঁরা অসুস্থ হয়েছেন। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। অন্যদিকে গৌরাঙ্গ সুন্দর মাহাতোকে গ্রেফতার করেছে পুলিশ।