Pujoy Pulse: ঠাকুর দেখতে দেখতে গোলমোলের নতুন স্বাদ নিতে চান? চলে যান এই জায়গায়

Pujoy Pulse 2025: পুজোর আনন্দ দ্বিগুণ করতেই নতুন স্বাদে হাজির পালস ক্যান্ডি। তাদের চমক পালস গোলমোল। যা খেয়েই মুগ্ধ হচ্ছে বাচ্চা থেকে বুড়ো-সকলেই। আর ঠিক পুজোর মুখেই পালসের ক্যান্টর পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়। আপনিও নিতে পারবেন এই পালস গোলমোলের স্বাদ, কারণ আজ পুজোয় পালসের ক্যান্টর থাকছে পুরুলিয়া ও জলপাইগুড়িতে। 

Pujoy Pulse: ঠাকুর দেখতে দেখতে গোলমোলের নতুন স্বাদ নিতে চান? চলে যান এই জায়গায়
পালস পেয়ে খুশি।Image Credit source: TV9 বাংলা

|

Sep 25, 2025 | 7:58 AM

পুরুলিয়া ও জলপাইগুড়ি: আকাশে-বাতাসে এখন পুজো পুজো গন্ধ। উৎসবের আমেজে মেতে সবাই। প্যান্ডেল হপিংও শুরু হয়ে গিয়েছে। এত হাঁটাহাঁটি হবে দেবী দুর্গাকে দর্শন করতে, খালি  মুখে চলে নাকি? পুজোর আনন্দ দ্বিগুণ করতেই নতুন স্বাদে হাজির পালস ক্যান্ডি। তাদের চমক পালস গোলমোল। যা খেয়েই মুগ্ধ হচ্ছে বাচ্চা থেকে বুড়ো-সকলেই। আর ঠিক পুজোর মুখেই পালসের ক্যান্টর পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়। আপনিও নিতে পারবেন এই পালস গোলমোলের স্বাদ, কারণ আজ পুজোয় পালসের ক্যান্টর থাকছে পুরুলিয়া ও জলপাইগুড়িতে।

আজ, ২৫ সেপ্টেম্বর পুরুলিয়ায় পুজোয় পালসের ক্যান্টর থাকবে সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত থাকবে ক্যান্টর। এরপরে তা পৌঁছে যাবে পুরুলিয়া এম বাজার বা নিস্তরিণি কলেজের সামনে। বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ক্যান্টর থাকবে এখানে।

অন্যদিকে আজ জলপাইগুড়িতেও হাজির হবে পুজোয় পালসের ক্যান্টর। থাকবে নতুন স্বাদের ক্যান্ডি, সঙ্গে এক গুচ্ছ খেলা ও উপহার। আজ প্রথমে জলপাইগুড়ির ডিবিসি রোডে আনন্দ চন্দ্র কমার্স কলেজের সামনে পৌঁছে যাবে পুজোয় পালসের ক্যান্টর। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত থাকবে ক্যান্টর। এরপরে তা পৌঁছে যাবে জলপাইগুড়ির রাজবাড়ি দিঘি, রাইকাট পাড়ায়। সেখানে বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে ক্যান্টর। আপনিও চাইলে এই সময়ে পুজোয় পালসের ক্যান্টর থেকে নতুন স্বাদের গোলমোল সংগ্রহ করতে পারেন।