AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia Accident: মোটর ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ জনই আশঙ্কাজনক

Purulia Accident: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটর ভ্যানটি পায়রাচালি থেকে মানবাজারের দিকে আসছিল। একটি বাইক মানবাজার থেকে যাচ্ছিল।

Purulia Accident: মোটর ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ জনই আশঙ্কাজনক
পুরুলিয়ায় বাইক দুর্ঘটনায় আহত পাঁচ
| Edited By: | Updated on: Aug 19, 2022 | 8:40 AM
Share

পুরুলিয়া: মোটর ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে পাঁচজন। প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজারের বড়পুর গ্রামের কাছে। আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটর ভ্যানটি পায়রাচালি থেকে মানবাজারের দিকে আসছিল। একটি বাইক মানবাজার থেকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুটো গাড়ির গতিবেগই স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। অন্ধকার থাকায় মোড় ঘুরতে কিছুটা সমস্যাও হচ্ছিল। একটি টার্নিং পয়েন্টে দুটো গাড়ি মুখোমুখি চলে আসে।

দুটো গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে ছিটকে পড়েন চালক ও আরোহী। মোটর ভ্যানেও বেশ কয়েকজন যাত্রী ছিল। তাঁরাও আহত হন। স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে আহতদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহতদের নাম অনন্ত পাল,অভিষেক সর্দার,ঢেলু সিং সর্দার,রমনী সিং সর্দার ও সুমন প্রামাণিক। আহতদের পরিবারের সঙ্গে পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে। তাঁদের চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “দুটো গাড়িই ঝড়ের গতিতে আসছিল। ফলে মুখোমুখি হয়ে যাওয়ায় আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি কেউই। ধাক্কা লেগে উল্টে যায়। বাইকের চালকই মারাত্মক আহত হয়েছেন। এই এলাকাতে গতি নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই। সেটার প্রয়োজন রয়েছে। এরকম দুর্ঘটনা আগেও ঘটেছে এলাকায়। প্রশাসনকে এই ব্যাপারটা দেখতে হবে।”