Purulia: পুকুর বুঝিয়ে বাড়ি, পুরুলিয়ায় প্রশ্নের মুখে পুরসভা

Purulia: এমনকি কোন নিয়ম না মেনেই পুকুরের উপরেই তুলে ফেলা হয়েছে বাস্তু বাড়ি। পুরপ্রধান ছাড়াও উপস্থিত অনন্য আধিকারিকরা জানান, যাঁরা ভরাট করছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Purulia: পুকুর বুঝিয়ে বাড়ি, পুরুলিয়ায় প্রশ্নের মুখে পুরসভা
পুরুলিয়ায় পুকুর ভরাটের অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 10:22 AM

পুরুলিয়া: পুকুর ভরাট নিয়ে প্রশ্ন উঠল পুরুলিয়ার পুর এলাকা। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শুক্রবার পুরুলিয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডে তদন্ত যান পুরপ্রধান সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। দেখা যায়,  রামবাঁধ নামে ওই পুকুরটির একটা বড় অংশই ভরাট করে বাস্তু করে দেওয়া হয়েছে। উঠেছে বাড়ি। প্রশ্ন উঠেছে পুকুর বুজিয়ে কীভাবে হচ্ছে নির্মাণ। এ নিয়ে অবশ্য কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি। তিনি জানান, তাঁর দায়িত্ব নেওয়ার বহু আগেই এখানে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। এখন তিনি তদন্ত শুরু করেছেন। আইনগতভাবে এনিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। কোনও ভাবেই পুকুর ভরাট করে বাড়ি তৈরি মেনে নেওয়া হবে না বলে জানান তিনি।

পুরুলিয়া পুরসভার ৭নম্বর ওয়ার্ডের রামবাঁধ পাড়া এলাকায় রামবাঁধ পুকুরটিকে ভরাটের অভিযোগ দীর্ঘদিন ধরেই। এই ভরাটের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিকবার গণ সাক্ষর অভিযান করা হয়। এমনকি পথ অবরোধের ঘটনাও ঘটে। অভিযোগ, প্রায় এক একরের এই পুকুরকে চক্রান্ত করে বুজিয়ে ফেলছে জমি মাফিয়ারা।

এমনকি কোন নিয়ম না মেনেই পুকুরের উপরেই তুলে ফেলা হয়েছে বাস্তু বাড়ি। পুরপ্রধান ছাড়াও উপস্থিত অনন্য আধিকারিকরা জানান, যাঁরা ভরাট করছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ভূমি সংস্কার দফতরের পুরনো নকশা দেখে সম্পূর্ণ ভাবে চিহ্নিত করা হবে পুকুরটির সীমা।

যাঁরা জবরদখল করেছেন, তাঁদের দেওয়া হবে নোটিস। পুরপ্রধান বলেন, “শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে পুকুরগুলির।”