Jhalda Murder: ‘আইসি ওকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল’, কংগ্রেস কাউন্সিলর খুনে বিস্ফোরক দাবি স্ত্রী’র
Jhalda: তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর অভিযোগ, এই ঘটনায় পুলিশ ও শাসকদলের নেতাদের যোগ রয়েছে।
পুরুলিয়া: পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনের অভিযোগ ঘিরে উত্তাপ বাড়ছে। অন্যদিকে ঝালদায় কংগ্রেস কাউন্সিলরের খুনের অভিযোগ ঘিরে রং লাগছে রাজনীতির। রবিবার সন্ধ্যায় অভিযোগ ওঠে, ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে নাকি পারিবারিক কোনও বিবাদ তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও নিহতের স্ত্রী এই ঘটনার পর বিস্ফোরক দাবি তুলেছেন। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর অভিযোগ, এই ঘটনায় পুলিশ ও শাসকদলের নেতাদের যোগ রয়েছে। অপরাধীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তিনি। নিহত কাউন্সিলরের দাদা নরেণ কান্দু-সহ পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড সীমানায় চলছে নজরদারি। তৃণমূলের দাবি, এই ঘটনার অন্য কোনও দিক রয়েছে। তদন্তে সবই উঠে আসবে।
পূর্ণিমা কান্দুর অভিযোগ, “এই ঘটনায় সকলে যুক্ত। এমনকী ঝালদা থানার আইসি পর্যন্ত যুক্ত রয়েছে। একদিন আগেই ওকে ডেকে হুমকি দিয়েছে তৃণমূলে যোগদান করার জন্য। না হলে যখন তখন আপনাকে তুলে নিয়ে যাব বলেছে। যা কিছু করতে পারি বলেছিল।” এর আগে জেলার বর্ষীয়ান কংগ্রেস নেতা নেপাল মাহাতো দাবি করেছিলেন, ঝালদা পুরসভা নিরঙ্কুশ হওয়ার পর থেকেই তাঁদের লোকেরা শাসকদলের নিশানায় রয়েছেন। নেপাল মাহাতোর কথায়, “পুলিশ সকলকে তৃণমূলে টানতে চেষ্টা করছে। আমি মনে করি এখানে একটা বড় চক্রান্ত চলছে। একদিকে ক্ষমতা দখলের চক্রান্ত। একদিকে আইসির চক্রান্ত। এই দুই চক্রান্ত ছাড়া ঝালদার মত জায়গায় এই ধরনের হত্যা হতে পারে না। আমি বিশেষ করে বলব আইসির কথা। উনি আমাদের পাঁচ কাউন্সিলরকেই হুমকি দিচ্ছিলেন তৃণমূলের ঝান্ডা ধরার জন্য। পুলিশ এখন চাইছে গোটা ঘটনাকে ঘরোয়া ঝামেলার মধ্যে সীমাবদ্ধ রেখে ধামাচাপা দিতে।”
যদিও এ বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “পুরসভা জোর করে দখল করার কোনও উদ্যোগ তৃণমূলের নেই। কোনও মারামারি, খুন জখমের প্রশ্নই নেই। পুলিশ দেখুক সেখানে কী ঘটেছে। তদন্ত করলে সবই সামনে আসবে।” রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, “যা হয়েছে সেটা অন্যায়। আমি এ বিষয়ে ফোনে কথা বলেছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ঝাড়খণ্ডের বর্ডার থেকে কনট্রাক্ট কিলাররা রাজ্যে প্রবেশ করছে। তারা খুনখারাপি করছে। পুলিশকে এই বিষয়ে আরও বেশি সতর্ক হতে হবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে।”
আরও পড়ুন: TMC Leader Shot Dead: নেপথ্যে কি হোগলা বনে প্রোমোটিং? তৃণমূল কাউন্সিলর ‘খুনে’ চাঞ্চল্যকর তথ্য…