Purulia: গত বিধানসভায় বিজেপির দখলে আসন, ‘২৬এর নির্বাচনের আগে সেই আসনেই বিজেপি-তে ভাঙন!
Purulia: যোগদানকারী ব্যক্তিদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গৌতম মাহাতো এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমারসহ অঞ্চল সভাপতি।

পুরুলিয়া: ছাব্বিশের নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। পুরুলিয়ার বলরামপুর ব্লকের গেঁড়ুয়া অঞ্চলের বিভিন্ন বুথ থেকে বিজেপি ছেড়ে ৩৩০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ দলদিরি মোড়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান সভাটি অনুষ্ঠিত হয়।
যোগদানকারী ব্যক্তিদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গৌতম মাহাতো এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমারসহ অঞ্চল সভাপতি।
যোগদানকারী ব্যক্তিদের মধ্যে থাকা গণপতি কর্মকারের দাবি, তিনি বিজেপির বুথের দায়িত্বে থাকা প্রমুখ ছিলেন। বিজেপিতে থেকে কোনও উন্নয়ন হয়নি, রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নের সামিল হতেই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূল দলে যোগদান করেছেন।
গত বিধানসভা নির্বাচনে এই বলরামপুর বিধানসভায় বিজেপি জয়ী হয়। এই যোগদানকে তৃণমূলের নাটক বলে জানান বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা। তিনি বলেন, “এর আগেও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে যোগদানের সংখ্যা, কিন্তু বাস্তবে ওই গ্রামে ওতো মানুষই বাস করেন না।”





