AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia TMC: পুরুলিয়ায় হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল, মুখ্য হাতিয়ার কেন্দ্রের বঞ্চনা

Purulia TMC: পর পর তিনটি নির্বাচন— পঞ্চায়েত, লোকসভা ও বিধানসভায় পুরুলিয়ায় তৃণমূলের ফল সে অর্থে আশানুরূপ হয়নি। আসন্ন পঞ্চায়েত ভোটে দলের হারানো জমি পুনরুদ্ধারে ঢিলেমি দিতে রাজি নন দলের জেলা নেতৃত্ব।

Purulia TMC: পুরুলিয়ায় হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল, মুখ্য হাতিয়ার কেন্দ্রের বঞ্চনা
তৃণমূল কংগ্রেস।
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 8:41 AM
Share

পুরুলিয়া: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সরব হল পুরুলিয়া জেলা তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে জেলা মহিলা তৃণমূলের উদ্যোগে একটি সভা করা হয়। জেলা তৃণমূল নেতৃত্ব ছাড়াও এতে যোগ দেন হরিপালের বিধায়ক করবী মান্না। সভায় একশো দিনের কাজের টাকা না দেওয়া, আবাস যোজনায় বঞ্চনা-সহ নানা বিষয়ে সরব হয় নেতৃত্ব। সেই সঙ্গে রাজ্য সরকার নিজের উদ্যোগে কীভাবে কল্যাণমূলক প্রকল্পগুলিকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাও তুলে ধরেন বক্তারা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলায় বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতোদের বক্তব্য, বিজেপির প্রলোভনে পড়ে মানুষ কিছুটা বিশ্বাস করেছিলেন তাঁদের। এখন সত্যটা সামনে এসে গিয়েছে। এই রাজ্যের মানুষের জন্য বিজেপি যে কিছু করবে না তা এখন স্পষ্ট হয়ে গিয়েছে। কাজেই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নিশ্চিহ্ন হতে চলেছে।

করবি মান্না তাঁর বক্তব্যে, গত বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, প্রধানমন্ত্রী যেভাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছিলেন তা অপমান জনক। মহিলারা তার জবাব দিয়েছে। বিজেপির কোন বিশ্বাস যোগ্যতা নেই।

সামনেই পঞ্চায়েত নির্বাতন। দুর্নীতি ইস্যুতে বিদ্ধ শাসকদল আপাতত ব্যস্ত ভাবমূর্তির রক্ষায়। সঙ্গে বিজেপিকে বিঁধতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগছেন তাঁরা। পর পর তিনটি নির্বাচন— পঞ্চায়েত, লোকসভা ও বিধানসভায় পুরুলিয়ায় তৃণমূলের ফল সে অর্থে আশানুরূপ হয়নি। আসন্ন পঞ্চায়েত ভোটে দলের হারানো জমি পুনরুদ্ধারে ঢিলেমি দিতে রাজি নন দলের জেলা নেতৃত্ব। তৃণমূল সূত্রের দাবি, তার অঙ্গ হিসেবে ব্লক সভাপতি নির্বাচনে স্বচ্ছভাবমূর্তি ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।