
পুরুলিয়া: বিধানসভায় তারা শূন্য। এ রাজ্য থেকে লোকসভায়ও কোনও প্রতিনিধি নেই। ৩৪ বছর বাংলায় ক্ষমতায় থাকার পর কেন এই হাল সিপিএমের? তার কারণই এবার তুলে ধরলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বললেন, “মানুষ মনে করে কমিউনিস্টরা ভাল। তবুও কমিউনিস্টদের উপর ভরসা রাখতে পারছে না। কেন ভরসা রাখতে পারছে না সেটাই আত্মসমীক্ষা করতে হবে।”
রবিবার পুরুলিয়ায় সিপিআই(এম)-র জেলা কমিটির প্রাক্তন সদস্য কৃষ্ণপ্রসাদ সিংহ দেবের স্মরণসভায় এসে পার্টি কর্মীদের সচেতন হওয়ার পরামর্শ দেন বিমান বসু। এই স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম)-র পলিটবুরো সদস্য অমিয় পাত্র। প্রয়াত নেতার স্মৃতিচারণার পাশাপাশি তাঁরা বুঝিয়ে দিলেন, কর্মীদের কোথায় খামতি রয়েছে।
মাসখানেক আগে প্রয়াত হন সিপিআই(এম)-এর জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য কৃষ্ণপ্রসাদ সিংহ দেব। রবিবার বরাবাজার স্টেডিয়ামের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় প্রয়াত নেতার স্মরণসভা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিমান বসু, অমিয় পাত্র পার্টি কর্মীদের আরও বেশি দায়িত্ব সচেতন হওয়ার পরামর্শ দেন। ২০১১ সালের পর থেকে কেন সিপিআই(এম)-এর ভোট ক্রমশ কমছে, সে বিষয়ে পর্যালোচনা করে তাঁরা বলেন, মানুষের সঙ্গে যোগাযোগ ধীরে ধীরে কমে যাচ্ছে। পাশের বাড়ির লোকটার সঙ্গেও কর্মীদের যোগাযোগ নেই।
বিমান বসুর বক্তব্যে উঠে আসে পাঁশকুড়ার সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাসের আত্মহত্যার কথা। তিনি প্রশ্ন তোলেন, ভাল মানুষের সংখ্যা কি ক্রমশ কমে যাচ্ছে? তারপরই সিপিএমের কথা তুলে ধরে তিনি বলেন, “মানুষ মনে করে কমিউনিস্টরা ভাল। এদের মধ্যে চুরি চামারি করার সংখ্যা তেমনভাবে দেখা যায় না। তবুও কমিউনিস্টদের উপর মানুষ ভরসা রাখতে পারছে না। সিপিআই(এম)-এর উপর কেন ভরসা রাখতে পারছে না, সেটা আত্মসমীক্ষা করতে হবে। মানুষের সঙ্গে লেপ্টে থাকতে হবে।” দলের নেতা-কর্মীদের অমিয় পাত্র পরামর্শ দেন, “সবার আগে গরিব মানুষের বন্ধু হতে হবে। মানুষকে নিয়ে মানুষের পাশে থাকতে হবে।”