AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rekha Patra Basirhat Lok Sabha Elections 2024: লাখ খানেক! রেখাকে দেখা মাত্রই রে রে করে তেড়ে গেলেন সন্দেশখালির মানুষ! হলটা কী?

Rekha Patra Basirhat Lok Sabha Elections 2024: বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্যতম আসন সন্দেশখালি। গত কয়েক মাসে সন্দেশখালি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সন্দেশখালি আন্দোলন, নারী নির্যাতনের অভিযোগ রীতিমতো শোরগোল ফেলেছিল গোচা বাংলায়। সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করে বিজেপি।

Rekha Patra Basirhat Lok Sabha Elections 2024: লাখ খানেক! রেখাকে দেখা মাত্রই রে রে করে তেড়ে গেলেন সন্দেশখালির মানুষ! হলটা কী?
রেখা পাত্রের দিকে তেড়ে যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরাImage Credit: TV9 Bangla
| Updated on: Jun 04, 2024 | 12:12 PM
Share

সন্দেশখালি: গণনার প্রায় চার ঘণ্টা! বসিরহাট লোকসভা কেন্দ্রে লাখ খানেক ভোটে পিছিয়ে সন্দেশখালির রেখা পাত্র। জয়ের পথে হাজি নুরুল ইসলাম। বসিরহাটের গণনা কেন্দ্রে রেখা পাত্রকে দেখে তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সাময়িকভাবে। রেখা তাড়া করে গণনাকেন্দ্রের পাশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলে।

বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্যতম আসন সন্দেশখালি। গত কয়েক মাসে সন্দেশখালি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সন্দেশখালি আন্দোলন, নারী নির্যাতনের অভিযোগ রীতিমতো শোরগোল ফেলেছিল গোচা বাংলায়। সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করে বিজেপি। এই রেখা পাত্র বাচ্চা কোলে নিয়ে সংবাদমাধ্যমের কাছে তৃণমূল নেতৃত্ব ও পুলিশের বিরুদ্ধে মুখ খোলেন। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন।

এরপর দেখা যায়, সেই রেখা পাত্রকেই টিকিট দেয় বিজেপি। যদিও প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর প্রাথমিক পর্যায়ে আন্দোলনকারীদের মধ্যেই ক্ষোভের আগুন  জ্বলে। পরে অবশ্য তা প্রশমিত হয়। প্রথম দিকে রেখা এগিয়ে ছিলেন, পিছিয়ে পড়েছিলেন হাজি নুরুল। কিন্তু তারপর গণনার তিন ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর দেখা যায় রেখা পিছিয়ে পড়েছেন। আর তাঁকে দেখে রে রে করে তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা।