AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Shajahan: গ্রামে চাউর শাহজাহান গ্রেফতার, অথচ পুলিশই ….! সন্দেশখালির ‘ভগবান’কে ঘিরে কি নয়া কৌশল?

Sheikh Shajahan: এসবের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠছে গ্রেফতারি সংক্রান্ত একাধিক জল্পনাও। মঙ্গলবার ভোর রাত থেকেই গ্রামে চাউর হয়ে যায়, শেখ শাহজাহান নাকি গ্রেফতার হয়েছেন। ন্যাজাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে হস্তান্তর করেছে রাজ্য পুলিশ।  

Sheikh Shajahan:  গ্রামে চাউর শাহজাহান গ্রেফতার, অথচ পুলিশই ....! সন্দেশখালির 'ভগবান'কে ঘিরে কি নয়া কৌশল?
শেখ শাহজাহান (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 11:57 AM
Share

সন্দেশখালি: সরবেড়িয়া গ্রামে তদন্তে গিয়ে ইডি-র ওপর হামলার ঘটনার ১০০ ঘণ্টা পার। এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি শেখ শাহজাহানকে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘ক্লু’ দিয়েছেন। আর তাঁর ‘ক্লু’তে ইতিবাচক ইঙ্গিতও দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। সন্দেশখালিতেই নাকি ‘বিন্দাস’ ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। তবুও কেন তাঁকে গ্রেফতার করতে পারছে না পুলিশ? প্রশ্ন তো উঠছেই। প্রশ্ন উঠছে রাজ্য পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। এসবের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠছে গ্রেফতারি সংক্রান্ত একাধিক জল্পনাও। মঙ্গলবার ভোর রাত থেকেই গ্রামে চাউর হয়ে যায়, শেখ শাহজাহান নাকি গ্রেফতার হয়েছেন। ন্যাজাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে হস্তান্তর করেছে রাজ্য পুলিশ।

তবে কি তাই?

সন্দেশখালির সরবেড়িয়া গ্রামের বাসিন্দারা তো সে কথা বলছেন। দাদার গ্রেফতারির কথা শুনেছেন শেখ শাহজাহানের দাদা শেখ আলমগির। TV9 বাংলার ক্যামেরার সামনে তিনি বললেন, “আমার সঙ্গে এখনও পর্যন্ত কোনও যোগাযোগ হয়নি। আমিও খবরের মাধ্যমেই জানতে পারছি। বিরোধী দলনেতা যা বলছেন, মাঝেমধ্যে, তারই মান্যতা দিতে হচ্ছে। কী দিয়ে ভাত খাচ্ছে, কোথায় রয়েছে, কার বাড়িতে রয়েছেন, সেগুলি তো বিরোধী দলনেতাই বলে দিচ্ছেন। আমার কাছে তো কোনও খবর নেই।”

এই পরিস্থিতিতে গ্রামবাসীদের মধ্যে গ্রেফতারির খবর রটলেও, রাজ্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। রাজ্য পুলিশ ডিজি রাজীব কুমার বলেন,”যে-ই আইন ভেঙে থাকুক না কেন, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।”

রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রসচিব থেকে বার্তা পাওয়ার পরও গ্রেফতার করা যায়নি শেখ শাহজাহানকে। ঘটনার পর সিআরপিএফের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি চিঠি করা হয়েছে। ইডি-র তরফ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে চিঠি করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে সার্বিকভাবে রিপোর্ট করা হয়েছে রাজ্যপালকে। ইডি ডিরেক্টর বিষয়টির খোঁজ করতে বাংলায় আসেন। দুটি এফআইআর-ও করা হয়েছে। সূত্রের খবর, গোটা বিষয়ে কেন্দ্রের তরফ থেকে সচিব পর্যায়ে নবান্নের ওপর চাপ বাড়ছে।

শাহজাহানকে ধরতে অতি সক্রিয় পুলিশ। কলকাতা থেকে সুন্দরবনগামী বাসন্তী হাইওয়ে (রাজ্য সড়ক ৩এ) তে নাকাচেকিং চলছে । বসিরহাট পুলিশ জেলার বাসন্তী হাইওয়েতে দুই থানার একাধিক পুলিশ বুথে চলছে নাকা চেকিং। বাইক, চার চাকা গাড়ি ও অটো দাঁড় করিয়ে পুলিশ খতিয়ে দেখছে এবং তল্লাশি চালাচ্ছে।