Shoot out: মন্ত্রীর খাসতালুকে শ্যুট আউট, গুলিবিদ্ধ মহিলা সহ ৩
মন্ত্রীর খাসতালুকে পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতেই শ্যুট আউটের ঘটনা ঘটল। গুলিবিদ্ধ হয়েছেন ১ মহিলা সহ ৩ জন।

গোয়ালপোখর: ভর সন্ধ্যায় শ্যুট আউট। একেবারে মন্ত্রীর খাসতালুক গোয়ালপোখরে শ্যুট আউটের ঘটনা ঘটল। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ১ মহিলা সহ ৩ জন। পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপোখর থানা এলাকায়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ মহিলার নাম হাবিবা খাতুন। এছাড়া মহম্মদ বাবুল এবং সইদুল নামে আরও দুজন গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনজনেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি। গোয়ালপোখর থানার পাশে থানার পাশে মদিনাচক এলাকায় একটি মোটরবাইকের ধাক্কায় এক ব্যক্তির সামান্য জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই শ্যুট আউটের ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এর পিছনে আর অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় গোয়ালপোখর থানার পাশে মদিনাচক এলাকায় একটি মোটরবাইকের ধাক্কায় এক ব্যক্তি সামান্য জখম হন। যা নিয়ে ওই বাইক আরোহীদের সঙ্গে জখম ব্যক্তি সহ স্থানীয়দের বচসা বাধে। বচসা চলাকালীনই স্থানীয়দের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে। কিন্তু, সামান্য দুর্ঘটনাকে কেন্দ্র করে কেন গুলি চালানোর ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এর পিছনে অন্য কোনও রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও এলাকাবাসীর দাবি। তবে এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের দিকে অভিযোগের আঙুল উঠেছে।
গুলিবিদ্ধদের অভিযোগ, জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ নাজিসের লোকেরাই তাঁদের উপর হামলা চালিয়েছে। তাঁদের আরও অভিযোগ, প্রধানের উপস্থিতিতে তাঁর প্রধান শাগরেদ রাজবাবু নামে একজন গুলি চালায়। যদিও পঞ্চায়েত প্রধানের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। তবে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির খাসতালুকে এই গুলি চালনার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
