AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sikkim Flash Flood, UPDATES: চেনাই যাচ্ছে না সিকিম-দার্জিলিং, ভাসছে সেতু, ধসে যাচ্ছে রাস্তা, বন্ধ পথ

Darjeeling Heavy Rain: এভাবে হঠাৎ হড়বা বান আসায় স্থানীয় বাসিন্দারা কার্যত বিপাকে পড়েছেন। সকাল থেকেই উদ্ধারকাজ চলছে পুরোদমে। পর্যটকদেরও সতর্ক করা হয়েছে।

Sikkim Flash Flood, UPDATES: চেনাই যাচ্ছে না সিকিম-দার্জিলিং, ভাসছে সেতু, ধসে যাচ্ছে রাস্তা, বন্ধ পথ
বিপর্যস্ত সিকিম-দার্জিলিংImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 13, 2024 | 8:30 PM
Share

ফের উত্তাল তিস্তা। ফের বড় বিপর্যয়ের আশঙ্কা। হঠাৎ হড়বা বানে বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভরা বর্ষায় কী হবে, তা ভেবে পাচ্ছেন না তাঁরা। ইতিমধ্যেই এক ধসে ভেঙে পড়েছে একের পর এক রাস্তা। কোথায় লরি উল্টে পড়ে রয়েছে। কোথাও মাঝপথে আটকে আছে গাড়ি। চলছে উদ্ধারকাজ। বিপাকে পড়েছেন পর্যটকেরা। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অনেকে।

পরিস্থিতির সব আপডেট একনজরে:

  1. একাধিক লকগেট খুলে দেওয়া হয়েছে। বাঁধ আটকে রাখা যাচ্ছে না। হু হু করে নামছে জল। তিস্তা যেন সমুদ্রের মতো ফুঁসছে। ৩০০০ কিউসেক জল ছাড়া হয়েছে বেলা ১২টা পর্যন্ত। সতর্ক করেছে প্রশাসন।
  2. মূর্তি নদীর জলও ফুঁসছে। নদীর ধারে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
  3. মঙ্গনে একদিনে ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিকিমে আরও ধস নামতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। উত্তরবঙ্গে জারি করা হয়েছে লাল সতর্কতা।
  4. বৃহস্পতিবার সন্ধ্যায় সেবকে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়েছে দুটি গাড়ির ওপর। ঘটনায় আহত হয়েছেন তিনজন। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ঘটে ঘটনাটি।
  5. পেশক রোড দিয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ দার্জিলিং থেকে জোড় বাংলো হয়ে সিকিম, কালিম্পং-এর দিকে যাওয়া যাবে না আপাতত।
  6. সাংকালাং-এ ভেঙে পড়েছে সেতু। ফলে আটকে পড়েছেন বহু পর্যটক। লাচুং ও চানথাং-এ অন্তত ১৫০০ পর্যটক আটকে পড়েছেন। গত বছরের ৪ অক্টোবর অর্থাৎ তিস্তার বিপর্যয়ের পর খোলা হয়েছিল এই সেতু। বৃহস্পতিবার বিকেলে তিস্তার স্রোতে ভেসে যায় সেই সেতু।