Siliguri: আবার কি শিলিগুড়ি থেকে দাঁড়াবেন গৌতম দেব? জোর জল্পনা

Siliguri: মেয়র গৌতম দেব বলেন, "এই আসনে আমাকে হারতে হয়েছিল। কিন্তু আমি মন্ত্রী থাকাকালে এই এলাকার উন্নয়ন হয়েছিল। গত ৫ বছরে সেই উন্নয়ন থমকে গিয়েছে। তাই মানুষ এবার বিজেপিকে নয়, আমাদের ভোট দেবে। মানুষ চাইছেন আমি প্রার্থী হিসেবে এখানে দাঁড়াই। দল কী করবে আমি জানি না। কিন্তু বিজেপির পরাজয় এখানে নিশ্চিত।"

Siliguri: আবার কি শিলিগুড়ি থেকে দাঁড়াবেন গৌতম দেব? জোর জল্পনা
গৌতম দেবImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 09, 2026 | 1:42 PM

শিলিগুড়ি: গত নির্বাচনে বিপুল হারের পর এবার ডাবগ্রাম ফুলবাড়িতে ফের তৃণমূলের প্রার্থী হতে পারেন তৃণমূলের মেয়র গৌতম দেব। ফলে এবারের নির্বাচনে নজরকাড়া কেন্দ্র হতে পারে ডাবগ্রাম ফুলবাড়ি।২০১১ সালে এই বিধানসভা আসনের জন্ম। এরপর এগারো এবং ষোলো বিধানসভায় বিপুল ভোটে জিতে মন্ত্রী হন গৌতম দেব। কিন্তু একুশের ভোটে এই বিধানসভাতেই বিপুল ভোটে হারতে হয়েছিল গৌতমকে।

২০১১ সালের আসন পুনর্ববিন্যাসের জেরে তৈরি হয়েছিল ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্র। শিলিগুড়ি পৌর নিগমের সংযোজিত বেশ কিছু ওয়ার্ড এবং চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই বিধানসভা কেন্দ্র।শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব বলেন, “এই আসনে আমাকে হারতে হয়েছিল। কিন্তু আমি মন্ত্রী থাকাকালে এই এলাকার উন্নয়ন হয়েছিল। গত ৫ বছরে সেই উন্নয়ন থমকে গিয়েছে। তাই মানুষ এবার বিজেপিকে নয়, আমাদের ভোট দেবে। মানুষ চাইছেন আমি প্রার্থী হিসেবে এখানে দাঁড়াই। দল কী করবে আমি জানি না। কিন্তু বিজেপির পরাজয় এখানে নিশ্চিত।”

গৌতম দেব এই আসনে দাঁড়াবেন ধরে নিয়েই ইতিমধ্যেই গোটা বিধানসভা এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। স্থানীয় ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম বলেন, “উন্নয়নের পাঁচালী’ ঘরে-ঘরে প্রচার শুরু করেছি আমরা। জোর প্রচার চলছে। এবার আমরা জিতব।”

বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় অবশ্য গৌতম দেবকে স্বাগত জানিয়েছেন। বলেন, “২০১১ পরবর্তীতে তৃণমূল জমানায় এলাকার শাসক নেতারা জমির কারবারে লিপ্ত হয়েছেন। জমি লুট করে ফুলে ফেঁপে উঠেছেন দলের ছোট, মেজ, বড় নেতারা। এলাকায় নেতৃত্বে ছিলেন মন্ত্রী গৌতম দেব। মানুষ বিতশ্রদ্ধ হয়ে তাদের পরাজিত করেছে। ফের যদি এলাকায় গৌতম দেব তৃণমূলের প্রার্থী হন শুধু বিজেপি নয়, এলাকার মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে।”