Train Cancelled: ছয়দিন চলবে কাজ! আজ থেকেই বঙ্গের গুরুত্বপূর্ণ লাইনে বাতিল এক গুচ্ছ ট্রেন

Train Cancelled: দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল হতে চলেছে মোট ছয়টি ট্রেন। মূলত, লাইন রক্ষণাবেক্ষণের কাজেই এক গুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

Train Cancelled: ছয়দিন চলবে কাজ! আজ থেকেই বঙ্গের গুরুত্বপূর্ণ লাইনে বাতিল এক গুচ্ছ ট্রেন
প্রতীকী ছবিImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Feb 18, 2025 | 11:08 AM

কলকাতা: বঙ্গের গুরুত্বপূর্ণ শাখায় ট্রেন বাতিল। সোমবার রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল হতে চলেছে মোট ছয়টি ট্রেন। মূলত, লাইন রক্ষণাবেক্ষণের কাজেই এক গুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

কোথায় হবে বাতিল?

শুক্রবার রেলমন্ত্রকের দক্ষিণ-পূর্ব শাখার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁতরাগাছি লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য মোট ছয়টি দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে। দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেনের নাম রয়েছে বাতিলের তালিকায় –

  • বাতিল হয়েছে ২১ তারিখে থাকা ২২৮০৭, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই এক্সপ্রেস
  • বাতিল হয়েছে ২৩ তারিখে থাকা ২২৮০৮, এমজিআর চেন্নাই এক্সপ্রেস-সাঁতরাগাছি এক্সপ্রেস
  • বাতিল হয়েছে ১৮ তারিখ অর্থাৎ আজ থাকা ২২৮৫৩, শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস
  • বাতিল হয়েছে ১৯ তারিখ অর্থাৎ আগামিকালের ২২৮৫৪, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেসও
  • বাতিল ২১ তারিখের ১৮০০৯, সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস
  • বাতিল ২১ তারিখ আজমের হয়ে সাঁতরাগাছি ফিরতি ট্রেন, ১৮০১০, আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস

উল্লেখ্য, সব মিলিয়ে বাতিল হয়েছে মোট ছয়টি দূরপাল্লার গাড়ি। আগামী ২৩ তারিখ অবধি চলবে এই রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে ট্রেন চলাচলের মাত্রায় রাশ টেনে কর্তৃপক্ষ। তবে ২৩ তারিখের পর যে সব ঠিক হয়ে যাবে, এমনটাও নয়। সূত্রের খবর, আগামী কয়েক মাস ধরেই এই লাইনে ট্রেন বাতিলের ঘটনা ঘটতে পারে। যার জেরে ভোগান্তি হতে পারে যাত্রীদের।