সোনারপুর : বছর পনেরোর কিশোরী। কালি-কলম ছেড়ে ঘরকন্যা সাজাতে মেয়েকে প্রস্তুত করছিল পরিবার। কিন্তু বাধ সাধল মেয়ে নিজেই। সাফ জানিয়ে দিল বিয়ে সে করবে না। কন্যাশ্রীর(Kanyashree) জোরে নাছোড় বাবা-মাকে বুঝিয়ে ছাড়ল মেয়ে।
সোনারপুর(Sonarpur) থানার কালিকাপুর এলাকার নবম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে ঠিক করে তার পরিবার। কিন্তু, বিয়ে করতে অনিচ্ছুক ছাত্রী কী করবে বুঝতে না পেরে স্কুলে বন্ধুদের নিজের সমস্যার কথা খুলে বলে। মেয়েটি নিজে সরকারি খাতায় কলমে কন্যাশ্রী প্রকল্প(Kanyashree) ভোক্তা। ফলত, উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনার খরচ সংক্রান্ত বিষয়েও সে স্বনির্ভর। পাশাপাশি, এই বিষয়ে, স্কুলেও চলে নানা প্রচারমূলক অনুষ্ঠান। সেখান থেকেই প্রাপ্ত হেল্পলাইন নম্বরে ফোন করে নিজের সমস্যার কথা জানায় মেয়েটি। সাক্ষী থাকে বন্ধুরা।
আরও পড়ুন : গুরুপাচারকাণ্ড: মূল চক্রী এনামুলের আত্মসমর্পণ, সতীশের মুখোমুখি জেরার সম্ভাবনা
মেয়েটির বয়ানেই তৎক্ষনাৎ ব্যবস্থা নেয় প্রশাসন। সোনারপুর(Sonarpur) থানার পুলিস, চাইল্ড লাইনের প্রতিনিধি, বিডিয়োর প্রতিনিধি নাবালিকার বাড়িতে যায়। কিন্তু, বাড়িতে গিয়ে নাবালিকার কোনও হদিস পাননি প্রতিনিধিরা। পরে জানা যায়, বিয়ের ভয়ে সে বন্ধুর বাড়িতে গিয়ে লুকিয়ে ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে নাবালিকার বিয়ে বন্ধ করে প্রশাসন।
আরও পড়ুন : ওপার বাংলা থেকে আসত হাওয়ালার টাকা, জেএমবি- যোগ সন্দেহে বীরভূম থেকে গ্রেফতার এক