বাসন্তী হাইওয়ে থেকে উদ্ধার পাঁচ লাখ টাকার বিদেশি পাখি

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: ঋদ্ধীশ দত্ত

Nov 30, 2020 | 12:10 PM

উদ্ধার হওয়া অস্ট্রেলিয়ান লরিকিট পাখিগুলির বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। পাখিগুলিকে কলকাতায় পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে।

বাসন্তী হাইওয়ে থেকে উদ্ধার পাঁচ লাখ টাকার বিদেশি পাখি
প্রতীকী চিত্র।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: বাসন্তী হাইওয়ে(Basanti Highway)-তে নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে উদ্ধার ১৮টি বিদেশি পাখি। ভাঙড়ের চণ্ডীপুর এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই পাখিগুলি উদ্ধার করে ভাঙড় থানার পুলিস।

সম্প্রতি বাসন্তী হাইওয়েতে একের পর এক দুর্ঘটনা ঘটায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিস। একটি গাড়িকে আটক করা হলে চালকের আচরণে অসঙ্গতি লক্ষ্য করে গাড়িটিতে তল্লাশি চালায় পুলিস। সেখানেই দেখা যায়, গাড়িতে লুকিয়ে রাখা অবস্থায় পাখিগুলিকে দেখতে পাওয়া যায়।

এক পুলিস আধিকারিক জানান, ব্ল্যাক ক্যাপ (Black Cap Lorikeet) ও চ্যাটারিং লরিকিট (Chattering Lorikeet) নামক ১৪টি অস্ট্রেলিয়ান পাখি উদ্ধার করা হয়। পাখিগুলির বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। এগুলিকে কলকাতায় পাচার করা হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন: একই ইস্যুতে দু’বার মিছিল তৃণমূলের দুই শিবিরের, সংশয়ে কর্মীরা

Next Article