একই ইস্যুতে দু’বার মিছিল তৃণমূলের দুই শিবিরের, সংশয়ে কর্মীরা
২৬ তারিখে অরূপ রায়ের নেতৃত্বে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে মিছিল করে হাওড়ার তৃণমূল কর্মীরা। গতকাল ফের একই ইস্যুতে মিছিল বের করেন হাওড়া পৌরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী।
TV9 বাংলা ডিজিটাল: তৃণমূলে দলীয় নেতাদের মধ্যেই সমন্বয়ের অভাব, তা আরও একবার স্পষ্ট হল হাওড়ায় একই ইস্যুতে দুবার মিছিলের ঘটনায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চারদিন অন্তর দুটি প্রতিবাদ মিছিলের আয়োজন তৃণমূলের তরফ থেকে। একটির নেতৃত্বে ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায় ও অন্যটির নেতৃত্বে রথীন চক্রবর্তী।
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে গতকাল বিকেলে শিবপুর কাজিপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করে হাওড়ার তৃণমূল কর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন হাওড়া পৌরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। অথচ একই বিষয়ে গত সপ্তাহেই ২৬ নভেম্বর প্রতিবাদ মিছিলের আয়োজন করেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়। গণ্ডগোল বাঁধে এখানেই।
মিছিলে আমন্ত্রণ না জানানোর পাশাপাশি মিছিলের ব্যানারে মুখ্যমন্ত্রী ও বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকায় তেলেবেগুনে জ্বলে ওঠেন অরূপ রায়। তিনি জানান, সম্পূর্ণ বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। দল এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেবে। যদিও মিছিল নিয়ে রথীন চক্রবর্তী বলেন,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েই মিছিলের অনুমতি নেওয়া হয়েছে।”
তবে দলের মধ্যে এই সংযোগের অভাবে বিপাকে পড়েছেন দলীয় কর্মীরাই। কোন পক্ষে কে যাবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে কর্মীদের মধ্যে।
আরও পড়ুন: কোভিড বিধি পালনের মধ্যে দিয়েই শান্তিপুরে আজ থেকে শুরু হচ্ছে রাস উৎসব