কোভিড বিধি পালনের মধ্যে দিয়েই শান্তিপুরে আজ থেকে শুরু হচ্ছে রাস উৎসব

সোমবার থেকে শুরু হচ্ছে শান্তিপুরের বিখ্যাত রাস উৎসব (Shantipur Ras Utsav)। তবে করোনার বিধিনিষেধের কথা মাথায় রেখে অনেকটাই কম চাকচিক্যের মধ্যে দিয়ে এবারের রাস উৎসব পালিত হবে নদিয়া জেলার শান্তিপুর শহরে

কোভিড বিধি পালনের মধ্যে দিয়েই শান্তিপুরে আজ থেকে শুরু হচ্ছে রাস উৎসব
Follow Us:
| Updated on: Nov 30, 2020 | 9:03 AM

TV9 বাংলা ডিজিটাল: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে শান্তিপুরের বিখ্যাত রাস উৎসব (Shantipur Ras Utsav)। তবে করোনার বিধিনিষেধের কথা মাথায় রেখে অনেকটাই কম চাকচিক্যের মধ্যে দিয়ে এবারের রাস উৎসব পালিত হবে নদিয়া জেলার শান্তিপুর শহরে।

শুধুমাত্র নদিয়া জেলা তো নয়, অন্যান্য সময়ে এই বিশেষ দিনে গোটা রাজ্যের বিভিন্ন অংশ থেকে প্রচুর মানুষের সমাগম ঘটে শান্তিপুরে। যদিও এ বছর জনসমাগমের হার অনেকটাই কম, কিন্তু এর মধ্যেও প্রস্তুতির কোনও খামতি নেই বারোয়ারি ক্লাবগুলির। বাজেট কমিয়েই রাধারাণীকে রাজা সাজিয়ে গোটা শহর ঘোরানোর চিরাচরিত প্রস্তুতি চলছে সেখানে।

আরও পড়ুন: ভাঙন অব্যাহত শাসক শিবিরে, কুপার্সের দুই প্রাক্তন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে

প্রথম রাস, দ্বিতীয় রাস ও ভাঙা রাস। রাস উৎসব মূলত পালিত হয় এই তিনভাগে। সোমবার থেকে প্রথম রাস শুরু হয়ে যাচ্ছে। জাঁকজমক করে না হলেও কোনও আয়োজনের খামতি ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।