দুমড়ে মুছড়ে গেল ডেপুটি ম্যাজিস্ট্রেটের গাড়ি, মৃত্যু

Jan 23, 2021 | 5:03 PM

গাড়িটি রাস্তার পাশে ইটের স্তূপে ধাক্কা মারে। দুমড়ে যায় গাড়ির সামনের অংশ।

দুমড়ে মুছড়ে গেল ডেপুটি ম্যাজিস্ট্রেটের গাড়ি, মৃত্যু
নিজস্ব চিত্র

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: বিডিও অফিসে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে জেলাশাসকের গাড়ি। দুমড়ে, মুছড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু গাড়িচালকের। মারাত্মক জখম ডেপুটি ম্যাজিস্ট্রেট-সহ আরও দুই সরকারি উচ্চ পদস্থ কর্তা। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনাকে ঘিরে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের আশ্রমমোড়ে।

জানা গিয়েছে, এদিন ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌম্যব্রত বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপ থেকে নামখানায় বিডিও অফিসে যাচ্ছিলেন। তাঁদের গাড়ি চালাচ্ছিলেন শৈলেন্দ্র সিং নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, কাকদ্বীপের আশ্রমমোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়িটি রাস্তার পাশে ইটের স্তূপে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ দুমড়ে যায়।

আরও পড়ুন: ‘কলকাতাকে রাজধানী করা হোক’, নেতাজী স্মরণে দাবি তুললেন মমতা

স্থানীয়রাই গাড়ির ভিতর থেকে চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শৈলেন্দ্র সিংকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিস।

Next Article