Bomb Recovered: আলমারি খুলতেই চোখ কপালে উঠল মহিলার, ব্যাগের মধ্যে থরেথরে সাজানো ১২টি তাজা বোমা

Bomb Recovered: বারুইপুরে গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার ১২টি তাজা বোমা। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Bomb Recovered: আলমারি খুলতেই চোখ কপালে উঠল মহিলার, ব্যাগের মধ্যে থরেথরে সাজানো ১২টি তাজা বোমা
ছবি - উদ্ধার ১২টি তাজা বোমা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2022 | 11:44 PM

বারুইপুর: বারুইপুর থানা এলাকার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের হাবিব চক লেনে থাকেন আশরাফী বেগম। এদিন তাঁর সঙ্গেই ঘটে গেল এক অদ্ভূত ঘটনা। নিজের প্রয়োজনে বাড়িতে আলমারি খুলতে গিয়ে চোখ কপালে উঠল তাঁর। সূত্রের খবর, ঘরের মধ্যে রাখা আলমারি খুলতেই আশরাফী বেগম দেখেন ব্যাগের মধ্যে বোমা জাতীয় কিছু রাখা রয়েছে। গোল গোল বস্তুগুলিকে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। কোথা থেকে এই বোমা এল তা বুঝতে না পেরে চিৎকার শুরু করে দেন তিনি। তাঁর চিৎকার শুনেই ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। বোমাতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। 

এদিকে ততক্ষণে আশরাফী বেগম ততক্ষণে ফোনে ডায়াল করে ফেলেছেন ১০০ নম্বর। ফোন যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই এসডিপিও বারুইপুর ইন্দ্রবদন ঝাঁর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় সিআইডি স্কোয়ার্ডকেl সঙ্গে সঙ্গে বোম্ব স্কোয়ার্ডের লোকজনও ঘটনাস্থলে চলে আসে বলে খবর। আলমারির মধ্য থেকে উদ্ধার করা হয় ১২টি তাজা বোমা। এদিকে ততক্ষণে ওই মহিলার বাড়ির চারপাশে ভিড় বাড়তে শুরু করেছে। খবর পৌঁছে যায় আশেপাশের এলাকাতেও। ভিড় সামলেও শুরুতে বেগ পেতে হয় পুলিশ। শেষে উদ্ধার করা বোমাগুলিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। 

ঘটনা প্রসঙ্গে এসডিপিও বারুইপুর ইন্দ্রবদন ঝাঁ বলেন, “আজ বিকালে আমাদের মধ্যে প্রথম খবর আসে। তারপরই আমরা ঘটনাস্থলে আসি। গোটা বাড়ি ফাঁকা করে দেওয়া হয়। এলাকার মানুষদেরও সতর্ক করে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। সমস্ত সতর্কতামূল ব্যবস্থা নিয়ে বোমাগুলিকে আমরা উদ্ধার করি। নিরাপদে নিয়ে গিয়ে ওগুলিকে নিষ্ক্রিয় করেছি। আমরা ইতমধ্যেই তদন্ত শুরু করেছি। কোথা থেকে কীভাবে এখানে বোমা এল তা জানার চেষ্টা করছি। যে বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে সেটি আদপে তিনতলা বিল্ডিং। আশরফী বেগমরা ছাড়াও সেখানেও আরও অনেক পরিবারই ছিল বলে আমরা জানতে পেরেছি।”