Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canning Chaos: রাতভর উত্তেজনা, ক্যানিংয়ে জমি বিবাদের জেরে আহত ৩

South 24 Pargana: গোটা ঘটনায় গুরুতর জখম একই পরিবারের নাসিরউদ্দিন শেখ, আলাউদ্দিন শেখ ও সালাম শেখ। ঘটনার বিষয়ে রবিবার রাতেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবারের সদস্যরা।

Canning Chaos: রাতভর উত্তেজনা, ক্যানিংয়ে জমি বিবাদের জেরে আহত ৩
জমি বিবাদের জেরে লাগাতার উত্তেজনা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2022 | 8:31 AM

ক্যানিং: সকাল-সকাল উত্তেজনার খবর ক্যানিংয়ে। সম্পত্তি নিয়ে লাগাতার জমি বিবাদ। ঘটনায় জখম তিনজন। দক্ষিণ ২৪ পরগনার ঘটনা। সেখানে সম্পত্তিগত বিবাদের জেরে গুরুতর জখম একই পরিবারের তিনজন। রবিবার রাত্রিবেলা ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের বাণীবাদা বেলখালি এলাকায়।

গোটা ঘটনায় গুরুতর জখম একই পরিবারের নাসিরউদ্দিন শেখ, আলাউদ্দিন শেখ ও সালাম শেখ। ঘটনার বিষয়ে রবিবার রাতেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় দু’বছর ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল শেখ পরিবারের মধ্যে। এলাকায় যাতে কোনও রকম অশান্তি না হয়, সেই কারণে পরিবারের তরফে সমস্যা সমাধানের জন্য তৎপর হয় নাসির উদ্দিন শেখ। অভিযোগ রবিবার রাতে আচমকা নাসির উদ্দিনের উপর চড়াও হয় আফতার ছাত্তার, ছবেদ আলি, হাসেম, ওবাইদুল্লা, আব্দুল্লা শেখরা। তার নাকে সজোরে ঘুসি মারে। নাক ফেটে রক্ত ঝরতে থাকে। সেই সময় নাসির উদ্দিনকে উদ্ধার করতে এগিয়ে আসে আলাউদ্দিন ও ছালামরা। অভিযোগ তাদেরকেও বেধড়ক মারধর করা হয়েছে।

এরপর স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রবিরার রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর জখমরা ক্যানিং থানার দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।