দক্ষিণ ২৪ পরগনা: বমি, সঙ্গে তীব্র পেটে ব্যথা। হালখাতার মিষ্টি খেয়ে অসুস্থ প্রায় ৪০ জন গ্রামবাসী। তাঁদের মধ্যে অসুস্থ হয়েছে প্রায় ১৮ জন শিশু। প্রত্যেক অসুস্থকে শনিবার দুপুরে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে এক শিশুর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে সাগরের রাধাকৃষ্ণপুর এলাকায়। গোটা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে অসুস্থদের দেখতে আসেন এলাকার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। খাদ্যে বিষক্রিয়ার কারণে পায়খানা ও বমির উপসর্গ নিয়ে অসুস্থরা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান।
সূত্রের খবর, শুক্রবার বিকেলে রাধাকৃষ্ণপুর এলাকায় গবাদিপশুর খাবারের দোকানে হালখাতা হয়। ওইদিন সকালে হালখাতার সেই মিষ্টি খেয়ে একে একে অসুস্থ হতে শুরু করে শিশু থেকে বড় প্রত্যেকে। ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য ওই দোকানের মালিক ঝাড়েশ্বর পয়রাকে আটক করেছে সাগর থানার পুলিশ।