নামখানা : ভোট কুশলী প্রশান্ত কিশোরের রাজনৈতিক অবস্থান ঘিরে বর্তমানে জোর চর্চা চলছে। শেষ পর্যন্ত তিনি কংগ্রেসের হাত ধরবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট কানাঘুষো চলছে। এদিকে তাঁর হাতে তৈরি সংস্থা আইপ্যাকে (Ipac) চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল নামখানায়। এলাকার বেকার যুবক যুবতীদের থেকে আইপ্যাকে চাকরি দেওয়ার নাম করে নগদ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই যুবকের নাম সোমনাথ মণ্ডল। ধৃতের দক্ষিণ ২৪ পরগনার নামখানার (Namkhana) দেবনগর এলাকায় একটি বাড়ি রয়েছে। তবে সে থাকত ঝাড়খণ্ডের মধুপুর এলাকায়। মধুপুর থেকেই পুলিশ সোমনাথকে গ্রেফতার করেছে। ধৃত ওই যুবককে শনিবার ট্রানজিট রিমান্ডে নামখানায় আনা হয়েছে।
ধৃত সোমনাথ মণ্ডলের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করা হয়েছে। গত ১৮ এপ্রিল আইপ্যাকের পক্ষ থেকে নামখানা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগে আইপ্যাকের তরফে জানানো হয়, সোমনাথ মণ্ডল নামে ওই ব্যক্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আইপ্যাকে চাকরি সংক্রান্ত ভুয়ো বিজ্ঞপ্তি দেয়। ওই বিজ্ঞপ্তিগুলিতে বলা হয়, চাকরির আবেদনপত্র পূরণের জন্য ৪০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত জমা করতে হবে। অভিযোগ, এই ভাবে প্রায় কয়েক’শো যুবক যুবতির থেকে লক্ষাধিক টাকার আর্থিক প্রতারণা করেছে সোমনাথ মণ্ডল নামে ওই যুবক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নামখানা থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমে সোমনাথের সন্ধান পায়। তবে সে মধুপুর থাকত বলে পুলিশ জানতে পারে। সোমনাথ একজন উচ্চ শিক্ষিত। মধুপুরে একটি স্কুলে পড়ায় বলেও জানা গিয়েছে। কিন্তু, কেন সে এই প্রতারণা ফাঁদ পাতল তা খতিয়ে দেখছে নামখানা থানার পুলিশ।
সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ মণ্ডল জানিয়েছেন, “গত ১৮ তারিখ কলকাতার এক বিশেষ সংস্থার থেকে থানায় অভিযোগ জানানো হয়, তাঁদের সংস্থার নাম করে কেউ আবেদনপত্র জমা নিচ্ছে চাকরি দেওয়ার নাম করে এবং এর জন্য টাকাও নিচ্ছে। সেই নিয়ে আমরা তদন্ত শুরু করি। সোমনাথ মণ্ডল মোবাইল লোকেশন সার্চ করে দেখি সে ঝাড়খণ্ডে আছে। আমাদের একটি তদন্তকারী দল ঝাড়খণ্ডে যায় এবং তাকে গ্রেফতার করে নিয়ে আসে। তদন্ত আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা ওই যুবকের ব্যাঙ্কের তথ্য খতিয়ে দেখছি। সে কতজন ব্য়ক্তিকে প্রতারিত করেছে বা কত জন ওই সংস্থার নামে আবেদন জমা দিয়েছি, সেই উত্তর খোঁজা হচ্ছে।