AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড? তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপে

Allegation against TMC leader: তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপির কাকদ্বীপ মণ্ডল ২ এর সভাপতি অনিমেশ নস্কর বলেন, "উনি কত বছর বয়সে বাংলাদেশ থেকে এসেছেন জানি না। তবে এসআইআর না হলে এইসব দুর্নীতি সামনে আসত না। বাসুদেব দাসই ওঁর বাবা হয়ে থেকে যেতেন।"

SIR in Bengal: প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড? তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপে
তৃণমূলের জেলা পরিষদের সদস্য সঞ্চয় দাসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 06, 2025 | 3:51 PM
Share

কাকদ্বীপ: রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন প্রান্তে নানা অভিযোগ সামনে এসেছে। কোথাও শ্বশুরকে বাবা বানিয়ে নাম তোলার অভিযোগ। কোথাও প্রতিবেশীকে বাবা বানিয়ে নাম তোলার চেষ্টা। এবার অভিযুক্ত তৃণমূলের জেলা পরিষদ সদস্য। বাংলাদেশ থেকে এসে কাকদ্বীপে প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের জেলা পরিষদ সদস্য সঞ্চয় দাসের বিরুদ্ধে। বাসুদেব দাস নামে এক ব্যক্তি কাকদ্বীপের বিডিও-র কাছে সঞ্চয় দাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। যদি অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল এই নেতা।

তৃণমূলের জেলা পরিষদ সদস্য সঞ্চয় দাসের বাড়ি কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গোবিন্দপুর ৮৫ নম্বর বুথে। তিনি জেলা পরিষদের ২০ নম্বর আসন থেকে তৃণমূলের জয়ী সদস্য। ৮৪ নম্বর বুথ পূর্ব গোবিন্দপুরের বাসিন্দা বাসুদেব দাস তাঁর বিরুদ্ধে কাকদ্বীপের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, তাঁর নাম বাবা হিসেবে ব্যবহার করে ২০০২ সালে ভোটার তালিকায় নাম তুলেছেন সঞ্চয় দাস।

বাসুদেব দাসের অভিযোগ নিয়ে কী বলছেন সঞ্চয় দাস?

তাঁর বাড়ি বাংলাদেশে ছিল বলে মেনে নিয়েছেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য সঞ্চয় দাস। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিলেন। বলেন, “আমার বাবার নাম বাসুদেব দাস। বাংলাদেশে আমার বাড়ি ছিল চট্টগ্রামে। সেখানে আমার বাবা বয়সজনিত সমস্যায় মারা যান। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আর কিছু নয়।” তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে অনেক কমবয়সে চলে আসেন ভারতে। রেশন কার্ড ও স্থায়ী বাসিন্দার শংসাপত্র দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন।

তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপির কাকদ্বীপ মণ্ডল ২ এর সভাপতি অনিমেশ নস্কর বলেন, “উনি কত বছর বয়সে বাংলাদেশ থেকে এসেছেন জানি না। তবে এসআইআর না হলে এইসব দুর্নীতি সামনে আসত না। বাসুদেব দাসই ওঁর বাবা হয়ে থেকে যেতেন।”