Drone: ঝড়-জলের রাতে এবার গঙ্গাসাগরের আকাশে উড়ল ড্রোন! তড়িঘড়ি জানানো হল নেভি, কোস্ট গার্ডকে
Drone: গত সোমবার রাতেই কলকাতা শহরের আকাশে একাধিক জায়গা থেকে অজানা উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। পরপর সাতখানা বস্তু উড়ছিল বলে জানিয়েছে পুলিশ।

সাগর: কলকাতার ড্রোন-রহস্যের সমাধান হয়নি এখনও। তারই মধ্যে ফের দেখা গেল উড়ন্ত আলোকময় বস্তু। এবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে রাতের অন্ধকারে উড়ল ড্রোন! বুধবার রাতে যেগুলিকে দেখা গেল, সেগুলি ড্রোন কি না, জানা না গেলেও পুলিশ সূত্রে খবর, এদিন দু’ দফায় মোট ৫টি এমন উড়ন্ত বস্তু দেখা গিয়েছে।
বুধবার ঝড়-বৃষ্টির রাতেই সেগুলি আকাশে উড়ছিল বলে সুন্দরবন পুলিশ জেলার গোয়েন্দা দফতর সূত্রে জানা যাচ্ছে। এগুলি প্রথম দেখা যায় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। তারপর ঝড়-বৃষ্টি শুরু হয়। দ্বিতীয় দফায় সেগুলিকে আবার দেখা যায় রাত সাড়ে ১০টা নাগাদ। স্থানীয় বাসিন্দাদের অনেকেই সেই ড্রোন দেখতে পায়। এর মধ্যে ৩টি আকারে বড় ছিল বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর নজরে আনা হয়েছে বিষয়টি। সুন্দরবন পুলিশ জেলা ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক করা হয়েছে এই বিষয়ে। আকাশ ও জলপথে সন্দেহজনক কিছু দেখলে পুলিশ সুপারের অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
গত সোমবার রাতেই কলকাতা শহরের আকাশে একাধিক জায়গা থেকে অজানা উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরপর সাতখানা বস্তু উড়ছিল বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সেগুলি ড্রোন ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
