Canning: ফেসবুক পোস্ট দেখে অ্যানিমিয়ায় আক্রান্ত মহিলাকে হাসপাতালে রক্ত দিতে এলেন বিধায়ক
Canning: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘটনা। সেখানে তালদি রাজাপুরের বাসিন্দা বছর ৫৩-র মাধবী মণ্ডল রক্তাল্পতায় ভুগছেন। আর তাপস মণ্ডল নামে ওই যুবক রক্ত চেয়ে ফেসবুকে পোস্ট করেন।
ক্যানিং: মানবিক বিধায়ক! ফেসবুক পোস্ট দেখে অসুস্থ মহিলার সাহায্যে এগিয়ে এলেন তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। নিজের দুই রক্ষীকে সঙ্গে নিয়ে এসে রক্ত দিয়ে গেলেন তিনি।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘটনা। সেখানে তালদি রাজাপুরের বাসিন্দা বছর ৫৩-র মাধবী মণ্ডল রক্তাল্পতায় ভুগছেন। আর তাপস মণ্ডল নামে ওই যুবক রক্ত চেয়ে ফেসবুকে পোস্ট করেন। বিধায়ক ওই পোস্টটি দেখার পর যুবকের সঙ্গে যোগাযোগ করেন। জানান তিনি স্বয়ং রক্ত দেবেন।
সেই মতো মঙ্গলবার ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস ও নিজেৱ দুই দেহরক্ষীকে নিয়ে ক্যানিং হাসপাতালে পৌঁছন এবং রক্তদান করেন।
এই বিষয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস জানান, “ফেসবুক পোষ্টটিকে দেখা মাত্ৰই আমি যোগাযোগ করি ওই পরিবারের লোকজনের সঙ্গে। রক্ত দিয়ে একজনে জীবন বাঁচাতে পেরে খুব ভাল লাগছে।”
এছাড়াও তিনি জানান, এই রক্ত সংকটের সময় যাতে বেশী করে ক্যানিং মহকুমা হাসপাতালে রক্তদান শিবির যায় সে বিষয়েও তিনি যথাযোগ্য ব্যবস্থা নেবেন। এদিকে মাধবী মণ্ডলের কন্যা জানান, ঠিক সময়ে বিধায়ক রক্ত না দিলে মাকে বাঁচান যেত না।