Dog Bite: একই দিনে ৬০ জনকে কুকুরের কামড়! আতঙ্কে গোটা গ্রাম
Street Dog: গ্রামবাসীদের দাবি, গত ২৪ ঘণ্টায় নাকি ওই সারমেয় প্রায় ৬০ জন গ্রামবাসীকে কামড় দিয়েছে। আর সেই নিয়েই এখন কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটছে দক্ষিণ ২৪ পরগনার এই গ্রামে। জয়নগর থানার অন্তর্গত হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে কুকুরের উপদ্রবের ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারছেন না অনেকেই। একেবারে রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে তাঁদের।
জয়নগর: ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না অনেকে। আতঙ্কের মধ্যেই দিন কাটছে গোটা গ্রামের। এক পথকুকুরই নাকি গোটা গ্রামের কাছে এখন কার্যত ত্রাস হয়ে উঠেছে। গ্রামবাসীদের দাবি, গত ২৪ ঘণ্টায় নাকি ওই সারমেয় প্রায় ৬০ জন গ্রামবাসীকে কামড় দিয়েছে। আর সেই নিয়েই এখন কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটছে দক্ষিণ ২৪ পরগনার এই গ্রামে। জয়নগর থানার অন্তর্গত হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে কুকুরের উপদ্রবের ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারছেন না অনেকেই। একেবারে রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে তাঁদের।
এলাকাবাসীদের দাবি হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পুরুষ, মহিলা, বৃদ্ধ, বৃদ্ধা-সহ প্রায় ৬০ জনের গায়ে ইতিমধ্যেই কামড় বসিয়েছে ওই পথ কুকুর। তাঁদের সকলেরই জয়নগর ১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে বলে দবি গ্রামবাসীদেরই। পরিস্থিতি নিয়ে বেজায় সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা। আতঙ্কের কথা শোনাতে গিয়ে এক গ্রামবাসী বললেন, ‘এমনভাবে কামড়েছে, সেই জায়গাটা ফাঁক হয়ে, মাংস ঝুলে গিয়েছে।’ গ্রামের অনেককেই দেখা গেল পায়ে ব্যান্ডেজ করা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তাঁরা বলছেন, ‘একটা কুকুরই এতজনকে কামড়েছে। এলাকার সবাই খুব ভীত হয়ে আছি।’ গ্রামবাসীরা চাইছেন, যাতে স্থানীয় প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
জাকির হোসেন মোল্লা নামে এক এলাকাবাসী বলছেন, ই এলাকায় একটি কুকুর প্রায় ৫০-৬০ জনকে কামড়েছে এবং এলাকার মানুষজন খুব আতঙ্কে আছেন। যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁরা যাতে সঠিক চিকিৎসা পান ও ভ্যাকসিন পান, সেই বিষয়টির দিকে নজর দিতে বলেছেন তিনি। তাঁর আশঙ্কা, কুকুরটি আরও অনেকের ক্ষতি করতে পারে কিন্তু কুকুরটিকে তাঁরা এখন আর দেখতে পাচ্ছেন না। কোথায় গিয়েছে তাও কেউ বলতে পারছেন না।